Bike Loan

Yamaha MT 15: পূরণ হবে বাইকের স্বপ্ন, লুকে মন জয় করবে রাইডারদের! লাগবে না মোটা টাকা, খরচ মাত্র 15,000

Aindrila Dhani

Published on:

yamaha-mt-15-2025

Yamaha MT 15: ভারতীয় বাজারে Yamaha এক স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানি বছরের পর বছর ধরে ভারতে ব্যাবসা করছে। শুধুমাত্র ভারতে নয় বিশ্বের বেশকিছু দেশে এই কোম্পানি নিজেদের পসরা সাজিয়েছে। এই কোম্পানির বাইক ভারতীয় গ্রাহকরা বিশেষভাবে পছন্দ করেন। এবার নতুন বাইক লঞ্চ করেছে Yamaha। আপনারা অল্প EMI তেও বাইকটি কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

Yamaha MT 15-এ আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি রয়েছে এগ্রেসিভ লুক। এর স্পোর্টিনেস একবার দেখলেই আপনার ভালো লাগবে। এছাড়া এতে রয়েছে মাস্কুলার ফিউল ট্যাঙ্ক আর স্টাইলিশ টেইল লাইট। এতে ব্যবহৃত ফিচার্স আপনাদের কাজে লাগবে। সুরক্ষার জন্য এই বাইকে ABS ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে হালকা ক্লাচ রয়েছে। ফলে বারবার গিয়ার বদলাতে আপনার কোন সমস্যা হবে না। এই বাইকে একাধিক রঙের বিকল্প রয়েছে। আপনারা যদি কম দামে বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে এই মডেলটি কিনতে পারেন। এখন অনেক কম দামে কিনতে পারবেন নিজের পছন্দের বাইক।

Yamaha MT 15: ইঞ্জিন

এই বাইকে 155cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 10,000 rpm -এ 18.4 PS শক্তি ও 7,500 rpm -এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এটি প্রতি লিটারে 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Yamaha MT 15: ফিচার্স

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কোম্পানি তার এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, এসএমএস এলার্ট, কল অ্যালার্ট, ডিজিটাল স্পিডোমিটার সহ বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। এর পাশাপাশি রাতে বাইক চালাতে সুবিধা হওয়ার জন্য এলইডি হেড লাইট আর এলইডি ডিআরএল-এর ব্যবস্থা রেখেছে কোম্পানি। এই বাইকে আপনারা টিউবলেস টায়ারের সুবিধা পেয়ে যাবেন। সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কারণ কোম্পানি Yamaha MT 15-এ ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে।

Yamaha MT 15: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.99 লাখ টাকা থেকে শুরু হয়েছে। এর টপ মডেলের এক্স শোরুম দাম 2.04 লাখ টাকা‌। তবে এখন এত টাকা খরচ আপনাকে করতে হবে না। তার বদলে মাত্র 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করেই বাড়ি আনতে পারবেন Yamaha MT 15। আর 6 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার 603 টাকা করে কিস্তি জমা করতে হবে।