Bike Loan

Yamaha MT 125: যুবকদের প্রথম পছন্দ ইয়ামাহা, বাজার দাপাবে বাজারে Yamaha MT 125! দাম মধ্যবিত্তের নাগালে

Aindrila Dhani

Published on:

yamaha-mt-125-price-2024

Yamaha MT 125: বর্তমান সময়ে বেশিরভাগ ছেলেরই বাইকের প্রতি এক অদ্ভুত ভালোবাসা চোখে পড়ে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পক্ষে সব সময় বাইক কেনার স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। আর বিশেষ করে তা যদি স্পোর্টস বাইকের কথা হয় তাহলে তো পকেটের দিকে তাকিয়ে আর কেনাই হয়ে ওঠে না। ইয়ামাহা এবার দুর্দান্ত লুকের স্পোর্টস বাইক নিয়ে এসেছে। 1.5 লাখ টাকারও কমে পেয়ে যাবেন এটি।

পালসার-এর দিন শেষ! ইয়ামাহা বাজারে নিয়ে এসেছে নতুন স্পোর্টস বাইক। শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক ফিচার্স সমৃদ্ধ এই বাইক আপনাদের এক দেখাতেই ভালো লেগে যাবে। পারফরম্যান্সের দিক থেকে এটি পালসার রেঞ্জের থেকেও ভালো। আমরা কথা বলছি Yamaha MT 125-এর সম্পর্কে। এতে আপনারা এলইডি লাইটিং-এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া থাকছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিচার্স।

   

Yamaha MT 125: ইঞ্জিন

পারফরম্যান্সের কথা বলতে গেলে, Yamaha MT 125-এ কোম্পানি 124.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 14.5 বিএইচপি শক্তি ও 12.4 এনএম টর্ক উৎপাদন করতে পারে।

Yamaha MT 125: ফিচার্স

ফিচারের দিক থেকে Yamaha MT 125 বেশ খানিকটা Yamaha MT 15-এর মতো। এতে ভিন্ন ভিন্ন ধরনের ট্রান্সফর্মার স্টাইল ডিজাইন দেওয়া হয়েছে। এই বাইকে এলইডি ডিআরএল ও এলইডি প্রোজেক্টার হেডল্যাম্পের ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি আকর্ষণীয় টেইল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্ট কী, ফিউল গেজ ইত্যাদি যুক্ত করেছে কোম্পানি।

Yamaha MT 125: দাম

Yamaha MT 15-এর সাথে বেশকিছু মিল পেয়ে যাবেন আপনারা। বাজেট সেগমেন্টে স্পোর্টস বাইক কিনতে চাইলে Yamaha MT 125 একটি ভালো বিকল্প। এই বাইকের এক্স শোরুম দাম 1.20 লাখ টাকা।