Bike Loan

Yamaha MT-07: দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! তুখোড় ডিজাইন সহ আসছে নতুন বাইক

Aindrila Dhani

Published on:

yamaha-mt-07-launching-soon

Yamaha New Bikes: Yamaha বছরের পর বছর ধরে ভারতে ব্যবসা করে চলেছে। আগামী বছরগুলিতে এই কোম্পানি প্রিমিয়াম সেগমেন্টে মটরসাইকেল লঞ্চ করার প্ল্যান করছে। এই মডেলগুলি গ্রাহকদের আরো ভালো পারফরম্যান্স অফার করবে।

কোম্পানি 700cc সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে চাইছে। Yamaha Motor India-র সেলসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিন্দর সিং জানিয়েছেন, তাঁরা এখনই আসন্ন মডেলগুলির ডিটেলস্ সামনে আনতে পারবেন না। তবে কোম্পানি যে এখন প্রিমিয়াম সেগমেন্টে মোটরসাইকেল লঞ্চ করার প্ল্যান করছে, তা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, ভারতের যুব রাইডাররা যাতে দুর্দান্ত এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারেন তাই 149cc ও 155cc-র পাশাপাশি হাই-পারফরম্যান্সের মোটরসাইকেল বাজারে আনা হবে।

2023-এর ডিসেম্বরে কোম্পানি 300cc ক্যাটাগরিতে R3 ও MT 03 লঞ্চ করেছিল। এই মডেলগুলি গ্রাহকদের বেশ ভালো লেগেছিল। এবার কোম্পানি 700cc সেগমেন্টের নতুন মডেল লঞ্চ করার কথা ভাবছে। এর ফলে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধি পাবে। এই নতুন মডেলগুলি গ্রাহকদের আপগ্রেড বাইক, স্পোর্টি ও স্টাইলিশ লুকের বাইকের চাহিদা পূরণ করবে। আগামী বছরগুলিতে ভারতীয় বাজারে Yamaha Motors YZF R7 ও MT 07 লঞ্চ করবে। এগুলি 700cc সেগমেন্টের এন্ট্রি লেভেল মডেল হবে। এছাড়া প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি।

কোরোনার পর থেকে টু-হুইলার মার্কেটে অনেক পরিবর্তন এসেছে। 2019 সালের আর্থিক সমস্যা সহ বেশ কিছু অসুবিধার মধ্যেও ইন্ডাস্ট্রিতে Yamaha 6.23 লাখ ইউনিট মডেল বিক্রি করেছিল। 2020 ও 2021 সালে কোরোনার ও লকডাউনের কারণে কোম্পানিকে লোকশানের মুখোমুখি হতে হয়। এই সময় 5 লাখ ইউনিট মডেল বিক্রি করেছিল Yamaha। 2021 সালে 5.2 লাখ ইউনিট মডেল বিক্রি হয়েছিল। আবার 2022 সালে Yamaha 5.5 লাখ ইউনিট মডেল বিক্রি করেছিল। 2023 সালে কোম্পানি বেশ ভালো লাভের মুখ দেখে। গত বছর 6.4 লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছিল এই কোম্পানি।