Yamaha MT 03 : ভারতীয় বাজারে যখন স্পোর্টি লুকের বাইকের কথা ওঠে, তখন এই তালিকার প্রথম দিকে নাম থাকে ইয়ামাহার মডেলের। তাই তরুণরা এই ধরনের বাইকের খোঁজ বেশি রাখে। এখনও পর্যন্ত অনেক বড় বড় কোম্পানি তাদের সেরা মোটরসাইকেল এই সেগমেন্টে এনেছে। কিন্তু ইয়ামাহার বাজার নষ্ট করতে পারেনি।
গত কয়েক দশক ধরে ভারতের সফলভাবে ব্যবসা করে চলেছে এই কোম্পানি। তবে আজকাল বাইকের দাম বেশিরভাগ মানুষেরই সাধ্যের বাইরে। আজ আমরা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এটি বাইকের খোঁজ নিয়ে হাজির হয়েছি। Yamaha MT 03 বহু চর্চিত একটি মডেল। এটি MT সিরিজের অন্যতম বিখ্যাত ও প্রিমিয়াম বাইক। এতে আপনারা স্ট্রিট ফাইটার ডিজাইন দেখতে পেয়ে যাবেন। LED হেডলাইট ও LED টেইল লাইটের সুবিধা রয়েছে এই মডেলে। 2024 সালে নতুন বাইক কিনতে চাইলে এটির সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
Yamaha MT 03: ফিচার্স
Yamaha MT 03-র ফিচার্স সম্পর্কে সবার প্রথমে কথা বলব। এই স্ট্রিট ফাইটার মডেলে ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডুয়াল চ্যানেল ABS, ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার সহ বেশকিছু প্রয়োজনীয় ফিচার ব্যবহার করেছে কোম্পানি।
Yamaha MT 03: ইঞ্জিন
ইঞ্জিনের কথা বলতে গেলে, Yamaha MT 03-তে 321cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 42 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদন করতে পারে। Yamaha MT 03-র ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন দুর্দান্ত মাইলেজ ও গতিবেগ দিতে পারে। এর আওয়াজও বেশ জোরে। এই বাইকে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে এই বাইক 26 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Yamaha MT 03: দাম
কোম্পানি Yamaha MT 03 আলাদা আলাদা ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এই বাইকের এক্স শোরুম দাম 4.60 লাখ টাকা। এই বাইকের প্রতিদ্বন্দ্বী- KTM 390 Duke আর Kawasaki Z400।