Yamaha FZS FI: যুবকদের মধ্যে বরাবর বাইকের প্রতি ভালোবাসা লক্ষ্য করা যায়। তবে ইদানিং স্পোর্টস বাইকের প্রতি তাঁদের ক্রেজ অনেকটাই বেড়ে গেছে। আসলে স্পোর্টস বাইকের শক্তিশালী ইঞ্জিন, গতিবেগ আর আকর্ষণীয় লুক এই ক্রেজের প্রধান কারণ। তবে স্পোর্টস বাইকের দাম বেশি হওয়ার কারণে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারেন না। এই নিয়ে আর চিন্তা করবেন না। আপনাদের সামনে আমরা আজ এমন একটি স্পোর্টস্ বাইকের খবর নিয়ে এসেছি, যেটি মাত্র 28 হাজার টাকায় কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
Yamaha গত কয়েক দশক ধরে ভারতীয় বাজারে রমরমিয়ে ব্যবসা করছে। আজ চোখ বন্ধ করে এই কোম্পানিকে বিশ্বাস করতে পারে ক্রেতারা। এই বিশ্বাস কিন্তু Yamaha একদিনে অর্জন করেনি। বছরের পর বছর ধরে গ্রাহকদের ভালো পরিষেবা দিয়ে বিশ্বাস অর্জন করেছে এই কোম্পানি। একাধিক সেগমেন্টে Yamaha -র মডেল থাকলেও এই কোম্পানির স্পোর্টস বাইকের প্রতি যুবকদের খুব ডিমান্ড। শক্তিশালী ইঞ্জিন আর নজরকাড়া লুকের Yamaha FZS FI এবার আপনারা বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন।
Yamaha FZS FI মডেলের ডিজাইন
সবার প্রথমে আমরা Yamaha FZS FI এর ডিজাইন সম্পর্কে কথা বলব। এই বাইকে মাস্কুলার বডি ওয়ার্ক দেখতে পাবেন। এছাড়া এতে রয়েছে গোলাকার ফুয়েল ট্যাঙ্ক, টেইল লাইট আর শার্প হেডলাইটস্। এছাড়া এই বাইকে স্লিপ সিট দেওয়া হয়েছে। ফলে দীর্ঘক্ষণ জার্নিতে আপনাদের বসে থাকতে অসুবিধা হবে না। পাহাড়ি ও এবড়োখেবড়ো রাস্তায় কোন সমস্যা ছাড়াই আপনারা এই বাইকে যেতে পারবেন।
Yamaha FZS FI-র শক্তিশালী ইঞ্জিন
এই স্পোর্টস বাইকে 149cc -র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 12.4 Ps শক্তি ও 13.3 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 49.31 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Yamaha FZSদেল-র ফিচারস
এই স্পোর্টস বাইকের সেফটির দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। Yamaha FZS FI এর সামনের ও পিছনের চাকার ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। আর শক্তিশালী ব্রেকিং পারফরম্যান্স সহ ওয়াইড টায়ার দেওয়া হয়েছে। এর ফলে আপনারা ব্যালেন্স বজায় রাখতে পারবেন।
Yamaha FZS FI বাইকের দাম
Yamaha FZS FI এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1.27 লাখ টাকা থেকে। মার্কেটে এই স্পোর্টস বাইকের প্রতিদ্বন্দ্বী হল- Hero Xtreme 160R, TVS Apache RTR 160, Bajaj Pulsar P150 ও Bajaj Pulsar N160।
28 হাজার টাকায় কিনুন Yamaha FZS FI!
1.27 লাখ টাকা দিয়ে সকলের পক্ষে বাইক কেনা সম্ভব নয়। তাই আজ আমরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। দুর্দান্ত রেঞ্জের এই স্পোর্টস বাইকটি আপনারা মাত্র 28 হাজার টাকায় কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে হবে। সম্প্রতি Olx-এ Yamaha FZS FI এর একটি পুরনো মডেল বিক্রির জন্য লিস্ট করা হয়েছে। এটি 2018 সালের মডেল। মাত্র 20 হাজার কিলোমিটার চলেছে এই বাইকটি। এই স্পোর্টস বাইক আপনারা চাইলে 28 হাজার টাকায় কিনতে পারবেন। তবে কেনার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন।