Yamaha FZ16: মাত্র 35 হাজার টাকায় Yamaha FZ16! অবিশ্বাস্য হলেও সত্যি। এই স্পোর্টি লুকের বাইক আপনারা পকেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।
Yamaha FZ16 একটি দুর্দান্ত পারফরম্যান্সের বাইক। এটি 48 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। Yamaha-র বাইকের কোয়ালিটি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এই কোম্পানির বাইক কেনার শখ অনেকেরই থাকে। কিন্তু দাম সকলের সাধ্যের মধ্যে থাকে না। এই মডেলটি আপনারা মাত্র 35 হাজার টাকায় কিনতে পারবেন।
Yamaha FZ16-এর লুক
এই বাইকটি দেখতে বেশ আকর্ষণীয়। এর আগ্রাসী চেহারা আপনাদের ভালো লাগতে পারে। Yamaha FZ16 মডেলটি Yamaha FZ21-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এটি প্রধানত ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, মালেশিয়া ও কলোমবিয়া-র মতো বৈদেশিক বাজারে বিক্রি করা হয়।
Yamaha FZ16-এর ইঞ্জিন
Yamaha FZ16-এ 153cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 7,500 rpm-এ 14 Ps শক্তি ও 6,000 rpm-এ 13.6 Nm টর্ক উৎপাদন করে। মাইলেজের দিক থেকেও বেশ ভালো পারফরম্যান্স দেয় এই বাইক। Yamaha FZ16 প্রতি লিটার পেট্রোলে 48 কিলোমিটার মতো মাইলেজ দিতে সক্ষম।
Yamaha FZ16-এর দাম
এই স্পোর্টি বাইকটির এক্স শোরুম দাম 73 হাজার 991 টাকা। এর থেকেও সস্তায় কিনতে পারবেন Yamaha FZ16।
কীভাবে মাত্র 35 হাজার টাকায় Yamaha FZ16 কিনবেন?
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। Yamaha FZ16-এর পুরোনো মডেল আপনারা Olx-এ পেয়ে যাবেন। এটি 30 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। আপনারা 30 হাজার টাকায় পেয়ে যাবেন।