Bike Loan

Yamaha FZ-X: ইলেকট্রিক সাইকেলের দামে বাইক! মাত্র 30,000 টাকা খরচে ইয়ামাহার দুর্ধর্ষ মডেল, অফার সীমিত

Aindrila Dhani

Published on:

yamaha-fz-x-bike-2024

Yamaha FZ-X : ইয়ামাহা একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি বিগত কয়েক বছরে বেশ শক্তিশালী বাইক লঞ্চ করেছে। বিভিন্ন সেগমেন্টে ভিন্ন ভিন্ন দামের মডেল পেশ করেছে এই কোম্পানি। বাজেট ফ্রেন্ডলি বাইক থেকে শুরু করে প্রিমিয়াম বাইক কী নেই এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে?

এই কোম্পানির আরেকটি শক্তিশালী বাইক যা FZ সিরিজে আলোড়ন সৃষ্টি করেছে, তা হল FZ-X। 150cc সেগমেন্টের এই মজাদার বাইকটি যাঁরা প্রতিদিন শহরের চারপাশে ঘুরতে চান এবং মাঝে মাঝে লং ড্রাইভে যেতে চান তাঁদের জন্য দুর্দান্ত বিকল্প। Yamaha FZ-X-এ গোলাকার হেডলাইট, চওড়া হ্যান্ডেলবার ও মাস্কুলার ফিউল ট্যাঙ্ক রয়েছে।‌ এছাড়া সুরক্ষার জন্য এই বাইকে ABS যুক্ত করা হয়েছে।‌ জেনে নিন বিস্তারিত।

   

Yamaha FZ-X : ইঞ্জিন

এই বাইকে 150 সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 14.4 পিএস শক্তি ও 12.8 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। মাইলেজের কথা বলতে গেলে, Yamaha FZ-X প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Yamaha FZ-X : ফিচার্স

ইয়ামাহার এই বাইকে আধুনিক ফিচারের সুবিধা রয়েছে। এতে ডুয়াল চ্যানেল ABS, চওড়া টায়ার, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ক্রসওভার, ভালো গ্রিপের হ্যান্ডেলবার পেয়ে যাবেন। এছাড়া আকর্ষণীয় এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, ডিজিটাল ইন্ডিকেটর, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে।

Yamaha FZ-X : দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করে Yamaha FZ-X কিনতে পারবেন। এই সম্পর্কে বিশদে জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।