Bike Loan

Yamaha FZ-S: দাঁড়িয়ে যান, চোখ ধাঁধানো লুকে ইয়ামাহার বাইক! ঘরে আনুন মাত্র 35 হাজারে

Aindrila Dhani

Published on:

yamaha-fz-s-in-low-price-at-olx

Yamaha FZ-S: যুবকদের মধ্যে আজকাল স্টাইলিশ বাইকের ক্রেজ খুব বেড়ে গেছে। এই কারণে কোম্পানিগুলি স্টাইলিশ লুকের বাইক মার্কেটে লঞ্চ করছে। কিন্তু ইচ্ছে থাকলেও সবার পক্ষে এই ধরনের বাইক কেনা সম্ভব নয়। আসলে এই বাইকগুলির দাম 1 লাখ টাকার ওপরে।‌ আপনারা যদি সস্তায় ভালো কোয়ালিটির স্টাইলিশ বাইক কিনতে চান, তবে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে।

ভারতে Yamaha কয়েক দশক ধরে ব্যবসা করছে। এই কোম্পানির একাধিক মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা Yamaha FZ-S-এর সম্পর্কে কথা বলব। শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ লুকের এই বাইক আপনাদের পছন্দ হবে।

   

Yamaha FZ-S-এর শক্তিশালী ইঞ্জিন

Yamaha FZ-S বাইকে আপনারা 149cc-র ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 12.4 bhp শক্তি ও 13.3 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিন মার্কেটে বেশ জনপ্রিয়। এছাড়া এতে ফুয়েল ইনজেকটেড টেকনোলজি ব্যবহার করার কারণে এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে।

Yamaha FZ-S-এর আধুনিক ফিচার্স

Yamaha FZ-S বাইকে LCD ইন্স্ট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন। এতে স্পিড, আরপিএম, ফুয়েল লেভেল, ট্রিপমিটার আর ওডোমিটারের সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি বাইকে LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়া একটি ভেরিয়েন্টে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন।‌

Yamaha FZ-S-এর দাম

ভারতীয় বাজারে Yamaha FZ-S বাইক যদি সরাসরি শোরুম থেকে কেনেন তবে 1.30 লাখ টাকার প্রয়োজন হবে।

Yamaha FZ-S মাত্র 35 হাজার টাকায় কিনে ফেলুন

আপনারা চাইলে 1.30 লাখ টাকার Yamaha FZ-S মাত্র 35 হাজার টাকায় কিনতে পারবেন।‌সম্প্রতি Olx-এ 2018 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 50 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে।‌ এই মডেলটি 35 হাজার টাকায় কিনতে পারবেন। বাইক নিজের দায়িত্বে কিনবেন। আমাদের ওয়েবসাইট কোনো গ্যারান্টি দিতে পারবে না‌।