Bike Loan

KTM কে জোর টক্কর দিতে আসছে Yamaha-র নতুন বাইক Yamaha Fazer 25! মারকাটারি লুক, দুরন্ত ফিচার্স সহ আর কি কি থাকছে?

Aindrila Dhani

Published on:

Yamaha Fazer 25

Yamaha Fazer 25: ভারতের একটি বিখ্যাত বাইক ম্যানুফ্যাকচারিং সংস্থা হল Yamaha। বিগত বেশ কয়েক বছর ধরে ভারতীয়দের মনের মধ্যে রাজত্ব করছে এই সংস্থা। কেবলমাত্র ভারতে নয় বিশ্বের বেশ কিছু দেশে সফলভাবে ব্যবসা করছে এই কোম্পানি। বিভিন্ন সেগমেন্টে বাইক লঞ্চ করে থাকে Yamaha। তবে Yamaha -র স্পোর্টস বাইকের চাহিদা ভারতীয় বাজারে আলাদা মাত্রায় দেখা যায়। এমনই একটি মডেল হল Yamaha Fazer 25। এটি লুক আর ফিচারের দিক থেকে হার মানিয়ে দেবে অন্যান্য বিখ্যাত মডেলগুলিকে। এতে আপনারা দারুন ফিচারস পেয়ে যাবেন। দেখে নিন বিস্তারিত।

   

Yamaha Fazer 25 বাইকে রয়েছে আকর্ষণীয় ফিচার

সবার প্রথমেই আমরা এই মডেলের ফিচার সম্পর্কে কথা বলব। Yamaha Fazer 25 মডেলের দুর্দান্ত ফিচার যুক্ত করেছে কোম্পানি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে এই মডেলের ক্ষেত্রে। এই বাইকের সামনে ও পেছনে dual channel ABS যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি দুদিকেই রয়েছে ডিস্ক ব্রেক। এর সাথে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রিমিটার, অডোমিটার, স্পিডোমিটার রয়েছে।

আরো পড়ুন: সামনে এসেছে Bajaj Pulsar NS200-র নতুন আপডেটেড ভার্সনের ছবি! দুরন্ত লুকের সঙ্গে ভরপুর চমক

এছাড়াও এই মডেলে যুক্ত করা হয়েছে 249 cc -র 4 stroke Single cylinder ইঞ্জিন। এই ইঞ্জিন 20.9 Ps শক্তি ও 20 Nm টর্ক উৎপাদন করে। Yamaha Fazer 25 বাইকটি প্রতি লিটারে 32.9 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। আর হাইওয়েতে এটি প্রতি লিটারে 41.3 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কিন্তু এমন আকর্ষণীয় মডেলের দাম কত?

Yamaha Fazer 25 মডেলের দাম

Yamaha Fazer 25 মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 28 হাজার টাকা থেকে। আর এই মডেলের টপ ভেরিয়েন্ট এর এক্স শোরুম মূল্য 1 লাখ 44 হাজার টাকা।