Bike Loan

Yamaha Electric Cycle: বাজেট কম? দেখে নিন সস্তার ই-সাইকেল, হার মানাবে বাইককেও

Aindrila Dhani

Published on:

yamaha-electric-cycle-price

সাধারণ মানুষের পরিবেশ সম্পর্কে খানিকটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই জন্য কার্বন নিঃসরণ রোধ করতে ইলেকট্রিক গাড়ির প্রতি ঝুঁকে পড়েছে। এর অবশ্য আরেকটি কারণও রয়েছে। আসলে পেট্রোল আর ডিজেলের যা দাম বেড়েছে, তা দেখে আর সাধারণ মানুষের সাধারণ গাড়ি কেনার সাহস হচ্ছে না। জ্বালানি তেলের অতিরিক্ত খরচ বাঁচাতে এখন প্রচুর পরিমাণে ইলেকট্রিক গাড়ি কিনছেন গ্রাহকরা।

এতদিন তো ইলেকট্রিক ফোর হুইলার, ইলেকট্রিক বাইক আর ইলেকট্রিক স্কুটারের দেখা মিলত রাস্তায়। কিন্তু এবার পাল্লা দিয়ে রাস্তায় ইলেকট্রিক সাইকেলেরও দেখা মিলবে। গত কয়েক মাস ধরে ইলেকট্রিক সাইকেলের চাহিদা সৃষ্টি হয়েছে ভারতীয় মার্কেটে।‌ সম্প্রতি Yamaha ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। জেনে নিন বিস্তারিত।

   

Yamaha Electric Cycle-এর রেঞ্জ

ভারতীয় বাজারে Yamaha বহু বছর ধরে ব্যবসা করছে। এবার Hero ও Tata-র মতো কোম্পানিগুলিকে টক্কর দিতে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। এতে 600 ওয়াটের BLDC টেকনোলজির মাউন্টেড মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরের সাহায্যে খুব দ্রুতগতিতে ছুটবে Yamaha Electric Cycle। প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক সাইকেল। আবার এতে ব্যবহৃত শক্তিশালী ইঞ্জিন একবার সম্পূর্ণ চার্জ হলে 120 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Yamaha Electric Cycle-এর আধুনিক ফিচার্স

এই ইলেকট্রিক সাইকেলে বেশকিছু অ্যাডভান্স ফিচার ব্যবহার করা হয়েছে। এতে গিয়ার শিফ্ট, স্পিডোমিটার, ফ্রন্ট হেডলাইট ইত্যাদি রয়েছে। Yamaha Electric Cycle-এ 3 বছর থেকে 4 বছরের ওয়ারেন্টি রয়েছে।

Yamaha Electric Cycle-এর দাম

এই ইলেকট্রিক সাইকেল এখনও লঞ্চ হয়নি। 2026 সাল নাগাদ Yamaha Electric Cycle ভারতীয় বাজারে লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর এই মডেলের সম্ভাব্য দাম 40 হাজার টাকা হতে পারে।