Bike Loan

Yamaha E-Bicycle: সাইকেলের দামে স্কুটির ফিচার! ইয়ামাহার সাইকেলে পাড়ি দেওয়া যাবে 130 কিমি!

Aindrila Dhani

Published on:

yamaha-e-bicycle-price-and-range

ভারতে একদিকে ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট দ্রুতহারে বিকশিত হচ্ছে। আর অপরদিকে ইলেকট্রিক সাইকেলের চাহিদাও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় বাজারে আপনারা বেশ কিছু কোম্পানির প্রোডাক্ট এই সেক্টরে দেখতে পেয়ে যাবেন। সম্প্রতি Yamaha তাদের নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে।

   

এই ইলেকট্রিক সাইকেলের নাম Yamaha E-Bicycle। এতে নতুন টেকনোলজির ব্যবহার করেছে কোম্পানি। সাধারণ মানুষের বাজেটের মধ্যেই এটি আপনারা পেয়ে যাবেন‌। জেনে নিন Yamaha E-Bicycle-এর সম্পর্কে।

Yamaha E-Bicycle: ব্যাটারি

Yamaha E-Bicycle-কে আপনারা ইলেকট্রিক স্কুটারও বলতে পারেন। আসলে এই ইলেকট্রিক সাইকেলে বেশ বড় সাইজের শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জ হলে 130 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারবে। ফলে গ্রাহকরা ইলেকট্রিক সাইকেল চালিয়ে লং ড্রাইভেও যেতে পারবেন।

Yamaha E-Bicycle: মোটর

এই ইলেকট্রিক সাইকেলে বড় ব্যাটারির পাশাপাশি আধুনিক টেকনোলজির মোটর ব্যবহার করা হয়েছে। Yamaha E-Bicycle-এ আপনারা 250 ওয়াটের BLDC টেকনোলজির মোটার পেয়ে যাবেন। এর সাহায্যে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক মডেলটি।

Yamaha E-Bicycle: ফিচার্স

এই ইলেকট্রিক সাইকেলের ফ্রেম ভালোই মজবুত। এতে ব্যবহৃত ব্যাটারিতে IP67 প্রোটেকশন রয়েছে। ফলে জল ও ধূলোতে এটি নষ্ট হবে না। সুরক্ষার জন্য Yamaha E-Bicycle-এ ডিস্ক ব্রেক ব্যবহার করেছে কোম্পানি। এর পাশাপাশি ডিজিটাল মিটার ও লম্বা সিট সহ বেশ কিছু ফিচার দেখতে পাবেন।

Yamaha E-Bicycle: দাম

2024-এর ঝাক্কাস ইলেকট্রিক সাইকেল হল Yamaha E-Bicycle। কোম্পানি এটি চলতি বছরের শেষের দিকে বাজারে উপলব্ধ করবে। এর আনুমানিক দাম 45 হাজার টাকা। বাজারে আসার পর এর সঠিক দাম জানা যাবে‌।