Bike Loan

Yamaha E-Bicycle: ফিচারে হার মানাবে বাইকেও, মন ভোলাবে মাইলেজ! লাগবে না মোটা টাকা, বাঁচবে পেট্রোলের খরচ

Aindrila Dhani

Published on:

yamaha-e-bicycle-2024

Yamaha E-Bicycle: এখন ইলেকট্রিক অটোমোবাইল সেক্টর দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে এই সেক্টরের গ্রাফ উপরের দিকে উঠতে দেখা যাচ্ছে। ভারতীয় বাজারে ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। এখন ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটার আর ইলেকট্রিক ফোর হুইলারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এই তালিকার নাম লিখেছি ইয়ামাহা।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Yamaha E-Bicycle -এর সম্পর্কে। এই মডেলে বেশ কিছু নতুন টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এতে আপনারা আধুনিক ফিচার আর দুর্দান্ত রেঞ্জ পেয়ে যাবেন।‌ ইয়ামাহার এই ইলেকট্রিক সাইকেলটি সাধারণ মানুষের বাজেটের মধ্যেই লঞ্চ করা হবে। জেনে নিন বিস্তারিত।

   

Yamaha E-Bicycle: ব্যাটারি

এই ইলেকট্রিক সাইকেলে হাই পাওয়ারের ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহৃত ব্যাটারি IP67 প্রটেকশন সহ লঞ্চ করা হবে। যার ফলে বৃষ্টির জল লাগলেও ব্যাটারির কোন সমস্যা হবে না। এই ব্যাটারি দ্রুত চার্জ হতে সক্ষম। সিঙ্গেল চার্জে 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ফলে আপনারা Yamaha E-Bicycle নিয়ে পার্শ্ববর্তী শহরেও যেতে পারবেন।

Yamaha E-Bicycle: মোটর

এতে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি বড় ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়েছে। 250 ওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর এই সাইকেলে পেয়ে যাবেন। এর সাহায্যে Yamaha E-Bicycle প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Yamaha E-Bicycle: ফিচার্স

কোম্পানি এই ইলেকট্রিক সাইকেলে আধুনিক টেকনোলজি সমৃদ্ধ ফিচারের ব্যবহার করেছে। এতে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। যার ফলে রাস্তায় ব্রেক কষতে আপনাদের সুবিধা হবে। এছাড়া ডিজিটাল মিটারের ব্যবহার করা হয়েছে। কিছু কিছু প্রয়োজনীয় তথ্য এতে আপনারা দেখতে পাবেন। এতে বেশ লম্বা সিটের ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনাদের সাইকেলে বসতে অসুবিধা হবে না।

Yamaha E-Bicycle: দাম

এই ইলেকট্রিক সাইকেলটি 2024 সালের শেষের দিকে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এর দাম 45 হাজার টাকার আশেপাশে হতে পারে।