Bike Loan

Yamaha ADV Motorcycle: অ্যাডভেঞ্চার বাইকের রাজা আসছে! আগুন লুকে ইয়ামাহার নতুন বাইক

Aindrila Dhani

Published on:

yamaha-adv-motorcycle

Yamaha ADV Motorcycle: টু-হুইলার ম্যানুফ্যাকচারিং সেক্টরে Yamaha একটি নাম জাদা কোম্পানি। কয়েক দশক ধরে এই কোম্পানি আমাদের ভারতীয় বাজারে সফলভাবে ব্যবসা করে চলেছে। আজ বিশ্বাসের অপর নাম হয়ে দাঁড়িয়েছে Yamaha। এবার আধুনিক ফিচার আর শক্তিশালী ইঞ্জিন সহ নতুন বাইক লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। জেনে নিন বিস্তারিত।

আকর্ষণীয় লুক নিয়ে ভারতীয় বাজারে আসতে চলেছে Yamaha ADV। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। এতে আপনারা Xpulse 200 আর Honda CB200X-এর মতো টিচার্স পেয়ে যাবেন। এই দুটি বাইক গ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয়। ইতিমধ্যে অনেক ইউনিট মডেল লঞ্চ হয়ে গেছে। এবার পালা Yamaha ADV-র।

Yamaha ADV: ইঞ্জিন

এই Yamaha ADV বাইকটি কোম্পানির 150 FZ Fi মডেলের প্ল্যাটফর্মের অনুসরণে তৈরি করা হয়েছে। এতে 149cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার SOHC শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7,500 rpm-এ 12.2 bhp শক্তি ও 6,000 rpm-এ 12.74 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে।

Yamaha ADV: ফিচার্স

Yamaha-র আসন্ন নতুন বাইক Yamaha ADV তে আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। 2024‌ সালের নিরিখে অ্যাডভান্স ফিচার্স যুক্ত করা হয়েছে এই মডেলে। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ইন্স্ট্রুমেন্ট প্যানেল, LED হেডলাইট ইত্যাদি ফিচার রয়েছে।

Yamaha ADV বাইকের দাম

এই বাইকের দাম শুনে আপনাদের বেশি মনে হতে পারে। তবে একবার ব্যবহার করলে এত টাকা খরচ করতে আপনাদের আর গায়ে লাগবে না। Yamaha ADV-র এক্স শোরুম দাম 2.09 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।