Bike Loan

Yakuza Karishma: মাত্র 1.79 লাখ টাকায় 60 কিমি রেঞ্জ! গরিবদের জন্য দুর্দান্ত গাড়ি, দেখে নিন ফিচার

Aindrila Dhani

Published on:

yakuza-karishma-electric-car

ভারতীয় মার্কেটে ইলেকট্রিক টু-হুইলারের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিন একের পর এক নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েই চলেছে এখানে। ইলেকট্রিক টু-হুইলারের পাশাপাশি এখন ইলেকট্রিক ফোর হুইলার ভারতীয় বাজারে চলে এসেছে। সম্প্রতি দেশের সব থেকে ছোট ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়েছে। গাড়িটির নাম রাখা হয়েছে Yakuza Karishma।

আপনারা যদি ইলেকট্রিক স্কুটারের দামে ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাহলে Yakuza Karishma সম্পর্কে জেনে রাখুন। এটি MG Comet EV -র থেকেও ছোট। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি প্যাক ও দুর্দান্ত ফিচার্স। জেনে নিন বিস্তারিত।

Yakuza Karishma: ব্যাটারি ও পারফরম্যান্স

Yakuza Karishma একটি মিনি ইলেকট্রিক গাড়ি। এটি হরিয়ানার একটি ইলেকট্রিক যানবাহন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে কিনতে পাওয়া যাবে। এতে 60 ভোল্টের 42 Ah পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করছে Yakuza Karishma মিনি ইলেকট্রিক গাড়ি একবার সম্পূর্ণ চার্জ দিলে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। আপনারা স্বল্প দূরত্বের জার্নিতে এই গাড়ি ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় নেয়।

Yakuza Karishma ইলেকট্রিক গাড়ির ফিচারস

এই মিনি ইলেকট্রিক গাড়িতে বেশ কিছু আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে 3 টি সিট রয়েছে। এর লুক বেশ অ্যাট্রাক্টিভ রেখেছে কোম্পানি। ফিচারের কথা বলতে গেলে Yakuza Karishma গাড়িতে LED ফগ ল্যাম্প, প্রজেক্টর হেডল্যাম্প, পাওয়ার উইন্ডো, পাওয়ার হোল্ডার, ক্রোম ডোর হ্যান্ডেল, LED DRL ও কানেক্টেড LED হেডল্যাম্প রয়েছে।

Yakuza Karishma ইলেকট্রিক গাড়ির দাম

এই মিনি ইলেকট্রিক গাড়ির এক্স শোরুম দাম 1.79 লাখ টাকা। এত কম দামে সাধারণত ফোর হুইলার পাওয়া যায় না। তবে আপনারা এবার স্কুটারের দামে এই ফোর হুইলার কিনতে পারবেন। আপনারা Yakuza Karishma কিনতে চাইলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে পারেন।