ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে একের পর এক নতুন মডেল লঞ্চ হয়েই চলেছে। এই গাড়িগুলোর কিছু কিছু ফিচার গ্রাহকদের আকর্ষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইলেকট্রিক গাড়ির দাম নেহাত কম নয়। 5 লাখ টাকার কমে 1200 কিলোমিটার রেঞ্জের ইলেকট্রিক গাড়ি পাওয়া সহজ নয়। সম্প্রতি এমনই একটি ইলেকট্রিক গাড়ি চীনে লঞ্চ হয়েছে। জেনে নিন বিস্তারিত।
Xiaoma তার আকর্ষণীয় ফিচারের কারণে হুলুস্থুল ফেলে দিয়েছে। এই গাড়ি সরাসরি বেস্ট সেলিং মডেল Wuling Mini EV -র সাথে প্রতিযোগিতা করবে। রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক গাড়ির ডেলিভারি আগামী মাসের শেষে শুরু হয়ে যাবে। এই গাড়িতে মাত্র 2 টি দরজা রয়েছে। আর মাত্র 2 জন প্যাসেঞ্জার একসাথে এই ইলেকট্রিক গাড়িতে বসতে পারবেন।
Xiaoma ইলেকট্রিক গাড়ির ফিচার্স
এই গাড়িতে আরামদায়ক সিট, পাওয়ার স্টিয়ারিং, ডুয়াল টোন ড্যাশ বোর্ড, এয়ার কন্ডিশনার, সেন্ট্রাল লকিং সিস্টেম, 7 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার ডোর রয়েছে।
Xiaoma ইলেকট্রিক গাড়ির রেঞ্জ
সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী, এই ইলেকট্রিক গাড়ির নরমাল রেঞ্জ 800 কিলোমিটার মতো হবে। তবে 1200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানো সম্ভব।
খুব শীঘ্রই ভারতে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ হয়ে যাবে। ভারতে এটি সরাসরি MG Comet EV-র সাথে প্রতিযোগিতা করবে। ভারতে লঞ্চ হওয়ার পর বহু গ্রাহককে আকর্ষণ করবে এটি। এই মডেল লঞ্চের পর ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে।
Xiaoma ইলেকট্রিক গাড়ির দাম
এই ইলেকট্রিক গাড়ির এক্স শোরুম দাম 3.47 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।