Wroley Posh: এখন ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে জানেন না এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। আসলে যে পরিমাণে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে তা দেখে সাধারণ মানুষের পক্ষে গাড়ি ব্যবহার করাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই থাকে। বাজারে চলে এসেছে ইলেকট্রিক স্কুটার। এখন বাজেট ফ্রেন্ডলি দামে বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Wroley Posh-এর সম্পর্কে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই ইলেকট্রিক স্কুটারটির বেশ কিছু তথ্য জানতে পেরেছি। এতে আপনার প্রয়োজনীয় ফিচার অনেকাংশে পেয়ে যাবেন। এছাড়া দামের হিসেবে রেঞ্জ যথেষ্ট ভালো। মাত্র 4 ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ চার্জ হতে সক্ষম। স্কুল, কলেজ ও অফিসে যাতায়াতের জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন।
Wroley Posh: মোটর
সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক স্কুটারটির মোটর সম্পর্কে কথা বলব। কোম্পানি দুর্দান্ত কোয়ালিটির মোটর এতে ব্যবহার করেছে। এতে বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এতে রয়েছে 250 ওয়াটের শক্তি। যার সাহায্যে দ্রুতগতিতে দৌড়াতে পারবে Wroley Posh।
Wroley Posh: ব্যাটারি
এবার আমরা কথা বলে নেব এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্বন্ধে। কোম্পানি এই মডেলের শক্তিশালী ও বড় ব্যাটারির ব্যবহার করেছে। যা চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 90 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Wroley Posh: ফিচার্স
এতে সেফটি ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। আপনাদের সুরক্ষার জন্য এতে ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এছাড়া প্যাসেঞ্জার ফুটরেস্টের সুবিধাও রয়েছে। টেকনিক্যাল ফিচারের কথা বলতে গেলে, এতে আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন। এছাড়া স্কুটারটি চুরির হাত থেকে বাঁচানোর জন্য এন্টি থেফ্ট এলার্ম সিস্টেমের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্পিডোমিটার ও ট্রিপ মিটারের মতো ফিচার রয়েছে। এতে আবার অডোমিটার যুক্ত করেছে কোম্পানি।
এই ইলেকট্রিক স্কুটারে আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এর গ্রেড এবিলিটি 15 ডিগ্রী। এতে সেলফ স্টার্ট বাটন দেওয়া হয়েছে।
Wroley Posh: দাম
এই ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে বলতে গেলে, আপনারা নিজেদের বাজেটের মধ্যে এটি কিনতে পারবেন। Wroley Posh-এর দাম 78 হাজার টাকার আশেপাশে হতে পারে। এই মডেল আপনারা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তাই নিজেদের প্রয়োজনীয়তা ও বাজেট অনুসারে বেছে নিতে পারবেন।