Bike Loan

Wings EV Robin: গরীবদের জন্য দুর্দান্ত গাড়ি! একবার ফুল চার্জে ছুটবে 90 কিমি, দাম একেবারে জলের দরে 2 লাখ টাকা মাত্র

Aindrila Dhani

Published on:

wings-ev-robin-price

আপনিও কি আপনার সাধারণ গাড়ি বা বাইকটিকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করতে চান? কিন্তু বেশি দমের কারণে ইলেকট্রিক মডেল কিনতে পারছেন না! তাহলে চিন্তার কিছু নেই। এখন আপনি শীঘ্রই একটি ইলেকট্রিক গাড়ি কিনতে পারবেন। তাও আবার বাইকের দামে।

   

এটি অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় সস্তা। আপনি এতে অনেক দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া পেট্রোল আর ডিজেলের পিছনে আপনার অতিরিক্ত খরচ হবে না। উপরন্তু পরিবেশ দূষণ রোধেও আপনার অবদান থাকবে। আমরা কথা বলছি Wings EV Robin-এর সম্পর্কে।

Wings EV Robin: রেঞ্জ

এই নতুন মাইক্রো ইলেকট্রিক গাড়িতে আপনারা শক্তিশালী ব্যাটারি। এতে লিথিয়াম ফেরস পসফেট ব্যাটারি ব্যবহার করা হবে। সিঙ্গেল চার্জে এই গাড়ি 90 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 15A পাওয়ার সকেট সাথে দেবে কোম্পানি। এর দ্বারা ইলেকট্রিক গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4.5 ঘণ্টা সময় নেবে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম Wings EV Robin।

Wings EV Robin: বিশেষত্ব

Wings EV-র তরফ থেকে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি মাইক্রো ইলেকট্রিক গাড়ি। যাঁরা টু হুইলার চালান, তাঁদের জন্য এই ইলেকট্রিক গাড়িটি বেশ ভালো বিকল্প। ভারতে এই গাড়িটি Robin নামে পেশ করা হবে। ইতিমধ্যে কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রি বুকিং শুরু করে দিয়েছে।

Wings EV Robin: দাম

এই গাড়িটির তিনটি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। যথা :- ই, এস এবং এক্স। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা এবং 3 লাখ টাকা।