Bike Loan

Hero Splendor: মাইলেজে সেরা, দামে সস্তা! ভারতের সেরা বাইক হিরো স্প্লেন্ডর, কেন সবার পছন্দ? জানুন

Gourav Mondal

Published on:

why-do-so-many-people-buy-a-hero-splendor

Hero Splendor 1994 সালে প্রথম ভারতের বাজারে আসে। তারপর থেকে CD100-কে পিছনে ফেলে ধারাবাহিক ভাবে ফোর-স্ট্রোক মোটরসাইকেলের শীর্ষ বিক্রয়ের খেতাব ধরে রেখেছে। অন্য কোনো মোটরসাইকেল হিরো স্প্লেন্ডরের বিক্রয়ের পরিসংখ্যান পার করতে পারেনি। 

2024 সালের এপ্রিল মাসে Hero MotoCorp Splendor Plus-র 2,98364 ইউনিট বিক্রি করেছে। Super Splendor বিক্রি হয়েছে 22595 ইউনিট। এই দুটি মিলিয়ে মোট 3.2 লক্ষ ইউনিট স্প্লেন্ডর বাইক বিক্রি হয়েছে। কিন্তু স্প্লেন্ডর ভারতের বাজারে এতো জনপ্রিয়তার কারণ কী? নিন্মে তার পাঁচটি কারণ দেওয়া হলো। 

Hero Splendor: মাইজেল কিং 

হিরোর এই এন্ট্রি লেবেলের বাইক, মাইলেজের দিক থেকে সেরা। সংস্থার দাবি, হিরো স্প্লেন্ডর প্লাস প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ প্রদান করে। ব্যবহারিক দিক থেকে, স্প্লেন্ডর প্লাস সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম। অন্যদিকে সুপার স্প্লেন্ডর 60kmpl মাইলেজ প্রদান করে। 

Hero Splendor: সবার জন্য আদৰ্শ 

Hero MotoCorp তাদের স্প্লেন্ডর বাইককে খুবই সাশ্রয়ী মূল্যের মধ্যে দিয়ে প্রসারিত করেছে। ক্রেতারা কেনার সময়ও খুব কম খরচে এটিকে আরও শক্তিশালী 125 সিসি সুপার স্প্লেন্ডরে আপগ্রেড করতে পারে। 

হিরো এন্ট্রি লেভেলের জন্য দুটি ভেরিয়েন্ট অফার করে যথা, Splendor Plus এবং Splendor Plus XTec। উভয় মোটরসাইকেলে যথাক্রমে 97.2 সিসি সিঙ্গেল সিলেন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। আপগ্রেড করতে চাইলে Super Splendor এবং Super Splendor XTec দুটি অপশন পেয়ে যাবেন। যেখানে 125 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যাবে। 

Hero Splendor: ফিচার 

এন্ট্রি-লেভেলের বাইক হওয়ার কারণে স্প্লেন্ডর প্লাসে নূন্যতম ফিচারগুলি পাবেন। এতে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং অ্যালয় হুইল সহ টিউবলেস টায়ার পাবেন। তবে Splendor Plus XTec বাইকে অল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টটিভটি পাওয়া যাবে। উভয় মোটরসাইকেলে i3S প্রযুক্তি রয়েছে। 

Hero Splendor: দাম খুবই সস্তা 

দিল্লিতে Splendor Plus-র এক্স-শোরুম মূল্য 75441 টাকা থেকে 78286 টাকা যাচ্ছে। এটি চারটি ভেরিয়েন্টে পাওয়া যায়। মোটরসাইকেলটি পাঁচটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। অন্যদিকে Splendor Plus XTec-র দাম (এক্স-শোরুম) 79911 টাকা থেকে শুরু হয়। এটি চারটি কালার অপশনে পাওয়া যায়।