Bike Loan

Warivo Motor Nexa E-Scooter: তুখোড় ডিজাইনে সবথেকে সস্তার স্কুটি! ফিচারে হুশ উড়বে সবার, কিস্তি মাত্র 1700 টাকা

Aindrila Dhani

Published on:

warivo-motor-nexa-e-scooter

Warivo Motor Nexa E-Scooter: ভারতীয় অটোমোবাইল বাজারে এখন পেট্রোল চালিত টু-হুইলারের পাশাপাশি ইলেকট্রিক টু-হুইলার বেশ ভাল পরিমাণেই বিক্রি হচ্ছে। পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে ইলেকট্রিক স্কুটারের চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক মডেল এখানে পেয়ে যাবেন। তার মধ্যে বেশ কিছু ইলেকট্রিক স্কুটার ভালো রেঞ্জ দিতে সক্ষম। মূলত ফিচার্স ও রেঞ্জের কারণেই কোন ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের মন জিতে নেয়।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Warivo Motor Nexa E-Scooter-এর সম্পর্কে। এই ইলেকট্রিক স্কুটার সিঙ্গেল চার্জে 60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। আপনি যদি বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

   

Warivo Motor Nexa E-Scooter: সেফটি ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটার এর সেফটির দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। এর সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। আর ব্রেকিং ডিউটির জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এর পাশাপাশি সিঙ্গেল চ্যানেল ABS এই স্কুটারে পেয়ে যাবেন।

Warivo Motor Nexa E-Scooter: ফিচার্স

এই বাইকে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, ইউএসবি চার্জিং সাপোর্ট, রিমোট স্টার্ট, এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, এলইডি ইন্ডিকেটর, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, পুষ বাটন স্টার্ট ইত্যাদি পেয়ে যাবেন।

Warivo Motor Nexa E-Scooter: ব্যাটারি ও মোটর

এই ইলেকট্রিক স্কুটারে বড় ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 1.35 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। যা একবার সম্পূর্ণ চার্জ হতে 6 ঘণ্টা থেকে 7 ঘণ্টা সময় নাই। এটি সিঙ্গেল চার্জে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার মতো রেঞ্জ দিতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারে 250 ওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর রয়েছে।

Warivo Motor Nexa E-Scooter: দাম

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম 58 হাজার 300 টাকা থেকে 71 হাজার 300 টাকার মধ্যে। এটি আপনারা 1 হাজার 680 টাকার মাসিক কিস্তিতে কিনতে পারবেন।