Vivo Electric Cycle : এখন ভারতীয় বাজারে ইলেকট্রিক সাইকেলের ট্রেন্ড চলছে। এই ট্রেন্ডে গা ভাসিয়ে আপনিও যদি ইলেকট্রিক সাইকেল কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার কাজে লাগবে। এতদিন আপনারা ভিভো কোম্পানির স্মার্টফোন দেখেছেন। বেশ জনপ্রিয় এই কোম্পানির বিভিন্ন মডেল। তবে এবার বাজারে এসেছে ভিভো কোম্পানির ইলেকট্রিক সাইকেল। এর এক ঝলক দেখলে আপনার পছন্দ হয়ে যাবে।
ইলেকট্রিক সাইকেল চালিয়ে আপনারা অল্প সময়ে বেশ অনেকটাই দূরে যেতে পারবেন। যা বাইসাইকেলে খুবই কষ্টদায়ক। ভিভোর এই ইলেকট্রিক সাইকেলে এডভান্স ফিচারের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ইলেকট্রিক সাইকেলের লুক বেশ আলাদা ধরনের। এটি এখনও বাজারে লঞ্চ হয়নি। তবে খুব শীঘ্রই উপলব্ধ হতে চলেছে। 300 কিলোমিটারে বেশি রেঞ্জ দিতে সক্ষম এটি।
Vivo Electric Cycle : ফিচার্স
সবার প্রথমে আমরা এই নতুন ইলেকট্রিক সাইকেলটির ফিচার সম্বন্ধে কথা বলব। এতে আকর্ষণীয় লুকের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার। কোম্পানি সুরক্ষার জন্য Vivo Electric Cycle-এ ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে। এছাড়া এতে ডিজিটাল ডিসপ্লে ও টিএফটি ডিসপ্লে রয়েছে। এর পাশাপাশি এডজাস্টেবল ও কমফোর্টেবল সিট পেয়ে যাবেন।
Vivo Electric Cycle : ব্যাটারি
এরপর আমরা কথা বলবো ইলেকট্রিক সাইকেলটির ব্যাটারির সম্বন্ধে। কোম্পানি দ্বারা এই ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে বড় ও শক্তিশালী ইলেকট্রিক মোটর। এতে ব্যবহৃত ব্যাটারি খুব অল্প সময়ের মধ্যেই চার্জ হতে সক্ষম। এটি সিঙ্গেল চার্জে 300 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ রেঞ্জ দিতে পারে।
Vivo Electric Cycle : দাম
ভিভোর এই অসাধারণ ইলেকট্রিক সাইকেলটি এখনও বাজারে লঞ্চ হয়নি। লঞ্চ সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আনেনি কম্পানি। তবে বলা হচ্ছে 2026 সালের মধ্যে এটি উপলব্ধ হয়ে যাবে। এর সম্ভাব্য দাম 11 হাজার টাকার আশেপাশে।