Virat Kohli Car Collection 2024: ভারতে ক্রিকেট নিয়ে আলাদা লেভেলের ক্রেজ চোখে পড়ে। 8 থেকে 80, বয়স আর লিঙ্গ নির্বিশেষে প্রায় সকলেই ক্রিকেটের ফ্যান। ভারতীয় ক্রিকেটে তো অবশ্যই এছাড়া আন্তর্জাতিক স্তরেও বিরাট কোহলি জনপ্রিয় একটি নাম। তাঁর দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার এই সফলতার পিছনে অবদান রাখে। অসাধারণ ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি পৃথিবীর তৃতীয় সব থেকে ধনী ক্রিকেটার। এই তালিকায় তাঁর নাম শচীন টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনির পরেই রয়েছে। তাঁর নেট ওয়ার্থ 638 কোটি টাকা।
বিভিন্ন সোশ্যাল সাইট, যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স (টুইটার)-এ তাঁর প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। এছাড়া তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনির মতো বিরাট কোহলির গাড়ির প্রতি অগাধ ভালোবাসা বারবার আমাদের চোখে পড়েছে। তাঁর কালেকশনে বেশকিছু লাক্সারি গাড়ি রয়েছে।
বিরাট কোহলির লাক্সারি গাড়ির কালেকশন:
Toyota Fortuner
2012 সালে Toyota Kirloskar India বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করেছিল। এই ডিলের কারণে সেই সময় কোম্পানির তরফ থেকে তিনি Toyota Fortuner পান।
Renault Duster
2012 সালে বিরাট কোহলি Micromax Cup-এ প্লেয়ার অব দ্যা সিরিজ অ্যাওয়ার্ড জিতেছিলেন। সেই সময় পুরস্কার স্বরূপ Renault Duster SUV পেয়েছিলেন তিনি।
Range Rover Vogue
তাঁর গাড়ির কালেকশনে একটি সাদা রংয়ের Range Rover রয়েছে। এই গাড়িতে করে মাঝেমধ্যে স্ত্রী অনুষ্কা শর্মার সাথে ঘুরতে দেখা যায় বিরাট কোহলিকে। এই গাড়ি মাত্র 6.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ ঘন্টা স্পিড তুলতে পারে।
Bentley Continental GT
2018 সালে বিরাট কোহলি তার লাক্সারি গাড়ির কালেকশনে Bentley Continental GT যুক্ত করেন। মাঝেমধ্যেই তাঁকে দিল্লিতে এই গাড়ি চালাতে দেখা যায়। আসলে দিল্লি এই বিখ্যাত ক্রিকেটারের হোম টাউন। এই গাড়ির দাম 3.29 কোটি টাকা থেকে শুরু হচ্ছে।
Bentley Continental Flying Spur
2019 সালে বিরাট কোহলি Bentley Continental Flying Spur কেনেন। এই গাড়ি চালিয়ে তাঁকে মুম্বাই এয়ারপোর্ট বেশ কয়েকবার যেতে দেখা গেছে। এতে 6 স্পিড গিয়ারবক্স রয়েছে।
Audi Collection
বিরাট কোহলির কাছে একাধিক Audi গাড়ি রয়েছে। তার মধ্যে থেকে সব থেকে দ্রুতগামী মডেল হল Audi R8 LMX। এর দাম 2.72 কোটি টাকার আশেপাশে। এছাড়া তাঁর কালেকশনে R8 V10 Plus, RS5, Q8, Q7 ও A8 L, S5 মডেল রয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলি Audi India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাঁর গাড়ির কালেকশনের বেশিরভাগ মডেলই এই কোম্পানির। বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট 2017-তে তিনি সকলের সামনে নিজের গাড়ির প্রতি ভালোবাসা ব্যক্ত করেছিলেন। তাঁকে Audi Q7 মডেলের টেস্ট ড্রাইভ নিতেও দেখা গেছে।