Bike Loan

Vinfast VF e34: ভারতের রাস্তায় দৌড়াবে বিদেশি গাড়ি! চোখে পড়ার মতো চেহারা, কিনতে ঝাঁপিয়ে পড়ল মানুষ

Aindrila Dhani

Updated on:

vinfast-vf-e34-car-news

Vinfast VF e34 : ভারতে অটোমোবাইল সেক্টরের রমরমা। এখানে পেট্রোল থেকে শুরু করে ডিজেল আর সিএনজি চালিত গাড়ির প্রচুর বিকল্প আপনারা পেয়ে যাবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা খানিকটা বেশি। বেশ কিছু ভারতীয় কোম্পানি ইতিমধ্যে দেশীয় বাজারে এই ধরনের মডেল লঞ্চ করেছে। এমনকি কয়েকটি বিদেশি কোম্পানিও ভারতে নিজেদের ইলেকট্রিক ফোর হুইলার লঞ্চ করা শুরু করেছে। এমনই একটি কোম্পানি হল‌ Vinfast।

এই কোম্পানি খুব শীঘ্রই ভারতে তাদের ইলেকট্রিক কম্প্যাক্ট এসইউভি Vinfast VF e34 লঞ্চ করতে চলেছে। এই গাড়ির লুক কম্প্যাক্ট এসইউভি আর হ্যাচব্যাকের ক্রসওভার। Vinfast ভারতের তামিলনাড়ুতে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট শুরু করেছে। ফলে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই কোম্পানি বিভিন্ন মডেল ভারতের রাস্তায় দৌড়াবে। এই কোম্পানির গাড়ি লঞ্চ হওয়ার পর টাটা মোটরস জোরদার টক্কর পাবে।

   

Vinfast VF e34: ফিচার্স

Vinfast VF e34-এর ফিচার্স সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি এই মডেলে রিমোট সফ্টওয়্যার আপডেট সহ বেশকিছু সেফ্টি ফিচার্সের ব্যবহার করেছে। এছাড়া এতে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম রয়েছে। এই গাড়িতে আপনারা ডুয়াল ডিজিটাল ডিসপ্লের সুবিধা পেয়ে যাবেন। ক্লাইমেট কন্ট্রোলের মতো সুবিধাও কিন্তু এই গাড়িতে রয়েছে।

Vinfast VF e34: সেফ্টি ফিচার্স

এতে অত্যাধুনিক লেবেল 2 ADAS দেওয়া হয়েছে। এই গাড়িতে ক্রুজ কন্ট্রোলের মতো সুবিধা রয়েছে। এছাড়া অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং রয়েছে। এর পাশাপাশি ব্লাইন্ড স্পট ডিটেকশনের সুবিধাও পেয়ে যাবেন। এই গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে।

Vinfast VF e34: ডাইমেনশন

Vinfast VF e34-এর দৈর্ঘ্য 4300 মিলিমিটার, প্রস্থ 1793 মিলিমিটার আর উচ্চতা 1613 মিলিমিটার। এতে 180 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এই গাড়ির হুইল বেস 2611 মিলিমিটার। ইলেকট্রিক গাড়িটির মোট ওজন 1490 মিলিমিটার।

Vinfast VF e34: রেঞ্জ

এই গাড়িতে শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 43 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাকের সুবিধা পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ চার্জ হলে 300 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। বেশ দ্রুত গতিতে দৌড়াতে পারে Vinfast VF e34। এতে ব্যবহৃত ইলেকট্রিক মোটর 110 কিলোওয়াট শক্তি ও 242 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মাত্র 9 সেকেন্ডে এই গাড়ি 0 থেকে 100 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Vinfast VF e34: দাম

Vinfast VF e34 মডেলটি 2025 সালে লঞ্চ হতে পারে। কোম্পানি এখানকার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ভূমি পুজো করে ফেলেছে। খুব শীঘ্রই প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। এই ইলেকট্রিক গাড়ির দামের কথা বলতে গেলে, Vinfast VF e34-এর প্রারম্ভিক এক্স শোরুম দাম 20 লাখ টাকা থেকে 25 লাখ টাকার মধ্যে হতে পারে। ভারতীয় বাজারে Tata Nexon এই ফোর হুইলারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।