বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো। অনেকেই ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন। কিন্তু বাজেটের কারণে কেনা হয়ে উঠছে না। আসলে আধুনিক ফিচার ও আকর্ষণীয় লুকের ইলেকট্রিক স্কুটারের দাম সাধারণত একটু বেশির দিকেই থাকে। যা অনেকেরই সাধ্যের বাইরে। কিন্তু আর মন খারাপ করবেন না। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি দারুন একটি অফারের খোঁজ। নিজের পছন্দের ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারবেন এবার বাজেটের মধ্যেই।
Hero তাদের Vida V1 Pro মডেলের মালিকদের জন্য ঘোষণা করেছেন নতুন অফারের। আপনারা জানিয়ে রাখি, Vida হিরো ইলেকট্রিকের মবিলিটি ডিভিশন। সম্প্রতি এই মডেলের জন্য একটি স্কিম লঞ্চ হয়েছে। Vida Advantage Package-এ আপনারা পেয়ে যাবেন 27 হাজার টাকার বেনিফিট। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য। Vida V1 Pro-এর গ্রাহকরা এই অ্যাডভান্টেজ প্যাকেজ নো কস্ট বেনিফিটে পেয়ে যাবেন।
এই প্যাকেজে রয়েছে পাঁচটি আলাদা বেনিফিট। এই বেনিফিটে থাকছে 5 বছর অথবা 60 হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার এর দুটি ব্যাটারিতেই। এর সাথে থাকছে 2 হাজারের বেশি চার্জিং পয়েন্টে ফ্রি এক্সেস। আর রয়েছে সবকটি VIDA ওয়ার্কশপে ফ্রি সার্ভিস, 24X7 রোডসাইড অ্যাসিস্ট্যান্ট ও MY VIDA অ্যাপের মাধ্যমে একাধিক কানেক্টিভিটি ও সেফটি ফিচার্সের অ্যাক্সেস পেয়ে যাবেন।
Vida V1 Pro ইলেকট্রিক স্কুটার এর মাইলেজ
এই ইলেকট্রিক স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে। কোম্পানি দাবি করছে, এই মডেল একবার সম্পূর্ণ চার্জে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। Vida V1 Pro -এর ব্যাটারি 0 থেকে 80 শতাংশ চার্জ হতে 65 মিনিটেরও কম সময় নেয়। এই মডেলটির এক্স শোরুম মূল্য 1 লাখ 26 হাজার টাকা।