Bike Loan

Vayve Solar Electric Car: লাগবে না পেট্রোল-ডিসেল ছুটবে গোটা শহর! দেশের প্রথম সোলার গাড়ি, এক চার্জেই ছুটবে 450 কিমি

Aindrila Dhani

Published on:

vayve-solar-electric-car-news

বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা আজ আকাশ ছোঁয়া। এই চাহিদা যেন দিনে দিনে আরও বেড়েই চলেছে। এখন বিভিন্ন কোম্পানি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রিক ফোর হুইলার লঞ্চ করছে। এরই মধ্যে পুনের একটি স্টার্টআপ কোম্পানি Vayve ভারতে সর্বপ্রথম সোলার ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে। এই গাড়ির পুরোটাই সম্প্রতি সামনে এসেছে।

   

পেট্রোল ও ডিজেলের খরচ বাচাতে এখন অনেকেই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করেছেন। তবে ইলেকট্রিক গাড়ির চার্জ হতে অনেকটা সময় লাগে। কিছু কিছু মডেল তো চার্জিং স্টেশনেই কেবলমাত্র চার্জ করা সম্ভব। তবে এবার চলে এসেছে নতুন প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি। এটি সূর্যের আলোতে চার্জ হবে। ফলে আপনাদের অতিরিক্ত চিন্তায় করতে হবে না। এই গাড়ি সিঙ্গেল চার্জে 450 কিলোমিটার মতো রেঞ্জ দেবে।

Vayve সোলার ইলেকট্রিক গাড়ির রেঞ্জ

ভারতের স্টার্টআপ কোম্পানি Vayve সর্বপ্রথম সোলার ইলেকট্রিক গাড়ি ভারতের লঞ্চ করতে চলেছে। এই গাড়িতে বেশ বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা সিঙ্গেল চার্জে দারুণ রেঞ্জ দিতে সক্ষম।‌ এছাড়া এই গাড়িতে এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। রিপোর্ট অনুযায়ী, এই সোলার গাড়ি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 450 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারবে।

Vayve সোলার ইলেকট্রিক গাড়ির ব্যাটারি

আপনাদের জানিয়ে রাখি, গাড়িটির ছাদে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। যার ফলে সরাসরি গাড়ির ব্যাটারি চার্জ হয়ে যাবে। এই গাড়িতে 24 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়। এর সাথে আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই চার্জার ব্যবহার করে ব্যাটারি মাত্র 45 মিনিটে 0 থেকে 80 শতাংশ চার্জ করা যাবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই সোলার ইলেকট্রিক গাড়ি 450 কিলোমিটার রেঞ্জ দেবে।

Vayve সোলার ইলেকট্রিক গাড়ির সর্বোচ্চ গতিবেগ

এই গাড়িটির সাইজে খুব একটা বড় নয়। এতে শক্তিশালী ও বড় ব্যাটারি প্যাকের পাশাপাশি 6 কিলোওয়াটের লিকুইড কুল্ড ইলেকট্রিক মোটর রয়েছে। যার সাহায্যে গাড়িটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারবে। এই গাড়ির দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।