এখন অটোমোবাইল সেক্টরে প্রায়শই নতুন নতুন ইনোভেশন যুক্ত হচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে বেশ আলাদা আলাদা ধরনের ইলেকট্রিক বাহন আর সাধারণ বাহন লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। আপনিও কি নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বর্তমান সময়ে পেট্রোল আর ডিজেলের দাম দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে চলে এসেছে ইলেকট্রিক গাড়ি। পুনের একটি স্টার্টআপ কোম্পানি ফোর হুইলারের নতুন ডিজাইন সামনে এনেছে। এই ফোর হুইলার সূর্যের আলোতে চলবে। কি অবাক হচ্ছেন? এই অসাধ্য সাধন করে দেখিয়েছে Vayve Mobility। এই গাড়িতে সোলার প্যানেল যুক্ত করা হয়েছে। এর দ্বারা গাড়িটি চার্জ হবে। সোলার ইলেকট্রিক গাড়িটির নাম রাখা হয়েছে Vayve EVA।
Vayve EVA সোলার ইলেকট্রিক গাড়ি
Vayve Mobility এই সোলার ইলেকট্রিক গাড়িকে প্রথমবার অটো এক্সপো 2023-এ সকলের সামনে এনেছিল। এটি ভারতের প্রথম সোলার চার্জ দ্বারা চালিত গাড়ি। এর ফিচার থেকে শুরু করে ডিজাইন সব কিছুতেই নতুনত্ব দেখতে পাবেন আপনারা। এতে বেশ ভালই রেঞ্জ মিলবে।
Vayve EVA: ব্যাটারি ও মোটর
কোম্পানি এই গাড়িতে ব্যাটারির ব্যবহার করেছে। এটি খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এতে 14 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক রয়েছে। আর সাথে রয়েছে 6 কিলোওয়াটের PMSM মোটর। কোম্পানি দাবি করেছে, Vayve EVA সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারবে। এছাড়া এটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে ছুটবে। এই সোলার ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে মাত্র 42 মিনিট সময় নেবে।
ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি Vayve EVA কবে লঞ্চ হবে?
Vayve Mobility তার গাড়ি Vayve EVA-কে 2024 সালে প্রথম ভারতীয় মার্কেটে পেশ করবে। আর 2024-এর মাঝামাঝি সময় থেকে এটি ডেলিভারি হওয়ার শুরু হয়ে যাবে। এই গাড়ির দাম এখনও পর্যন্ত সামনে আনা হয়নি। লঞ্চের পর এই গাড়ির ফিচার্স সহ সমস্ত তথ্য সামনে আনা হবে। এটি মাত্র 80 পয়সায় 1 কিলোমিটার যেতে পারবে। এতে 4 জন মানুষ বসতে পারবেন।