Yamaha R15: Yamaha বিগত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির স্পোর্টস বাইক আমাদের দেশে বেশ জনপ্রিয়। এই সেগমেন্টে আপনারা Yamaha R15 পেয়ে যাবেন। এই মডেলটি ভারতের যুবকদের মধ্যে খুবই বিখ্যাত। এর আগ্রাসী স্পোর্টি লুক একে অন্যদের তুলনায় পৃথক করে।
Yamaha R15-এ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এর রোড প্রেজেন্স বেশ প্রশংসনীয়। এতে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। বহু যুবকের শখ এই বাইক কেনার। কিন্তু সকলের বাজেটে কুলোয় না। তাই আপনাদের জন্য একটি দারুণ অফার নিয়ে এসেছি। আজকের প্রতিবেদনে 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত উপলব্ধ বাইকের মডেল সম্পর্কে বলা হয়েছে।
Yamaha R15: ইঞ্জিন
এই বাইকে 155cc -র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। যা 10,000 rpm -এ 18.4 Ps শক্তি ও 7,500 rpm -এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। Yamaha R15 বাইকে 2 টি রাইডিং মোড রয়েছে- ট্র্যাক ও স্ট্রিট।
Yamaha R15: ফিচার্স
এই বাইকে হাই কোয়ালিটির ফিচার পেয়ে যাবেন। Yamaha R15 মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড এলার্ট, ফুয়েল ইন্ডিকেটর সহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া নাইট মোড ও চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন এতে।
Yamaha R15: দাম
ভারতীয় বাজারে Yamaha R15 বাইকের দাম 1 লাখ 81 হাজার 90 টাকা। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন।
Yamaha R15 মডেলের চাহিদা
এই বাইকটি OLX ওয়েবসাইটে পড়াশোনার আগে মডেলটি উপলব্ধ। এই বাইক 2012 সালের মডেল। 40 হাজার টাকা দাম। 98 হাজার কিলোমিটার চালানো হয়েছে। বাইকটির কন্ডিশন এখনও বেশ ভালো।
এর পাশাপাশি আপনারা 2015 সালের মডেল OLX-এ পেয়ে যাবেন। বাইকটি 50 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এটির দাম 54 হাজার টাকা।