Yamaha FZ-X: ইয়ামাহা ভারতের একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। একসময় এই কোম্পানি ভারতে একচ্ছত্র রাজত্ব করতো। এখন সময় বদলেছে। বর্তমানে ইয়ামাহার বেশকিছু মডেল ভারতে বেশ জনপ্রিয় হলেও Yamaha FZ-X-এর বিক্রি অনেকটাই কমে গেছে। আর এই কারণেই কোম্পানি এই বাইকটির দাম খানিকটা কম করে দিয়েছে। আপনারা যদি 2024 সালে নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই অফারে কিনে ফেলুন।
এই বাইকে আকর্ষণীয় এলইডি হেডলাইট রয়েছে। এছাড়া প্রয়োজনীয় তথ্য জানার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। যার ফলে জ্বালানি তেলের পেছনে আপনাদের অতিরিক্ত টাকা খরচ হবে না।
Yamaha FZ-X: ইঞ্জিন ও পারফরম্যান্স
সবার প্রথমে আমরা এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেব। Yamaha FZ-X-এ 150 সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 14.4 পিএস শক্তি ও 12.8 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া জ্বালানি তেলের খরচ বাঁচাতে এই বাইক তুলনামূলক ভালো মাইলেজ দিয়ে থাকে। প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দেয় Yamaha FZ-X।
Yamaha FZ-X: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। যা বাইক ড্রাইভ করার সময় হঠাৎ ব্রেক কষতে হলে আপনাদের কন্ট্রোল রাখতে সাহায্য করবে। এছাড়া এতে রয়েছে গ্রিপ হ্যান্ডেলিং, শক্তপোক্ত ফ্রন্ট এন্ড, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আকর্ষণীয় এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, এলইডি ইন্ডিকেটর, চওড়া টায়ার আর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
Yamaha FZ-X: দাম
এই বাইকের এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মাত্র 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে।