Bike Loan

Yamaha FZ: এবার পূরণ হবে গরিবের স্বপ্ন! 48 হাজার টাকারও কম খরচে ইয়ামাহার ধাসু বাইক, তুখোড় লুক

Aindrila Dhani

Published on:

used-yamaha-fz-price

Yamaha FZ: ইয়ামাহার বাইক ভারত জুড়ে ভীষণ জনপ্রিয়। এখন তো ঘরে ঘরে বাইক। কিন্তু আজও বহু মধ্যবিত্ত ছেলে নিজের বাইক কেনার স্বপ্ন দেখে। আপনিও যদি তাঁদের দলে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

আপনি কি বাইক কিনতে চাইছেন? কিন্তু বাজেট কম! তাহলে Yamaha FZ কিনতে পারেন। এই বাইকে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি রয়েছে চোখ ধাঁধানো স্টাইল। পারফরম্যান্সের দিক থেকেও তুখোড়। আপনি যদি ট্রাভেল করতে ভালোবাসেন, তাহলে এই বাইকে আপনার নিঃসন্দেহে রাইড করতে ভালো লাগবে। এই বাইকের সাসপেনশন ও হ্যান্ডেলিং বেশ ভালো। তাই এবড়োখেবড়ো রাস্তায় কন্ট্রোল হারাবেন না। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে Yamaha FZ। মাত্র 48 হাজার টাকায় এই বাইক উপলব্ধ রয়েছে।

   

Yamaha FZ: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 149সিসি-র এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 13.8 বিএইচপি শক্তি ও 12.8 এনএম টর্ক উৎপাদন করতে পারে। মিড রেঞ্জের হিসেবে Yamaha FZ ভালো পারফরম্যান্স দিতে পারে।

এই বাইক শহর আর গ্রামের রাস্তার পাশাপাশি হাইওয়েতে চালানো যাবে। সাসপেনশন সিস্টেম ভালো হওয়ার জন্য ঝাঁকুনি অনুভব করবেন না। লং রাইডে যাওয়ার জন্য Yamaha FZ বেশ ভালো বিকল্প। এই বাইকের হ্যান্ডেলিং যথেষ্ট ভালো। তাই কন্ট্রোল হারাবেন না।

Yamaha FZ: মাইলেজ

মাইলেজের কথা বলতে গেলে, Yamaha FZ আপনাদের বেশ খানিকটা সাশ্রয় করবে। কারণ এই বাইক প্রতি লিটারে 40‌ কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Yamaha FZ: দাম

এই বাইক আপনারা OLX-এ পেয়ে যাবেন। Yamaha FZ-এর 2014 সালের মডেল উপলব্ধ রয়েছে। এটি 65 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এখন মাত্র 47 হাজার 999 টাকায় কিনতে পারবেন।‌