Bike Loan

Maruti WagonR: প্রথম গাড়ি কিনবেন? কম দামে সেরা গাড়ি এখানে! অবিশ্বাস্য দাম 1.30 লক্ষ টাকা, অফার সীমিত

Aindrila Dhani

Published on:

used-maruti-wagonr-price

Maruti WagonR: ভারতীয় অটো মোবাইল সেক্টরে ভিন্ন ভিন্ন ধরনের মডেল আপনারা দেখতে পাবেন। বহু কোম্পানি এখানে বছরের পর বছর ধরে সফলভাবে ব্যবসা করে চলেছে। চলতি বছরে একাধিক নতুন মডেল এই মার্কেটে এন্ট্রি নিয়েছে। কিন্তু দাম বেশি হওয়ার কারণে সবাই ইচ্ছে থাকলেও এই ধরনের গাড়ি কিনে উঠতে পারছেন না। তবে আজ আমরা আপনার জন্য মাত্র 1.30 লাখ টাকা Maruti WagonR নিয়ে এসেছি।

এই গাড়িতে 5 জন মানুষ বুঝতে পারবেন। শক্তিশালী ইঞ্জিন যুক্ত এই ফোর হুইলারে আপনারা দীর্ঘ মাইলেজ পেয়ে যাবেন। গাড়িতে 4 স্পিকার মিউজিক সিস্টেম রয়েছে। এটি প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

   

Maruti WagonR: ফিচার্স

গাড়িটি কেনার আগে ফিচার্স সম্বন্ধে জেনে নিন। এই গাড়িতে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, 4 স্পিকার মিউজিক সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, স্মার্টফোন নেভিগেশন, ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, এবিএস, ইবিডি, রেয়ার পার্কিং সেন্সর ও হিল হোল্ড অ্যাসিস্ট পেয়ে যাবেন।

Maruti WagonR: ইঞ্জিন

এতে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন থেকে 1.4 লিটার পেট্রোল ইঞ্জিন পর্যন্ত পেয়ে যাবেন। এই ইন্দিনের সাথে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 25 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে Maruti WagonR। এছাড়া এই গাড়িতে সিএনজি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। প্রতি কেজি সিএনজি-তে এই গাড়ি 35 কিলোমিটার মাইলেজ দেবে।

Maruti WagonR : দাম

এই গাড়িটি আপনারা মোটামুটি 4.5 লাখ টাকায় অনলাইনে কিনতে পারবেন। কিন্তু বর্তমানে 2010 সালের Maruti WagonR VXI Minor ABS ভ্যারিয়েন্ট মাত্র 1.30 লাখ টাকায় চিনতে পারবেন। এটি এখনও পর্যন্ত 1.25 লাখ কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। মডেলটি Cardekho ওয়েবসাইটে পেয়ে যাবেন।