Bike Loan

Maruti Ritz VDi: দামে বিরাট চমক, 6 লাখের গাড়ি এখন 1 লাখে! সুযোগ বার বার আসেনা, অফার সীমিত

Aindrila Dhani

Published on:

used-maruti-ritz-vdi

Maruti Ritz VDi: আপনি কি নিজের জন্য একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। বর্তমান সময়ে বাইকের পাশাপাশি গাড়ি কিন্তু দৈনন্দিন যাতায়াতে ভীষণ দরকার হয়ে পড়েছে। কিন্তু সকলের পক্ষে বেশি দাম দিয়ে গাড়ি কেনা সম্ভব হয় না। আপনার বাজেট কম হয়ে থাকলে নিশ্চিন্তে সেকেন্ড হ্যান্ড মডেল কিনতেই পারেন। এতে যেমন আপনার বেশ খানিকটা টাকা সাশ্রয় হবে, ঠিক তেমন ভাবেই ভালো পারফরম্যান্স পাবেন।

একটু দেখে যদি সেকেন্ড হ্যান্ড মডেল কেনা যায় তাহলে সম্পূর্ণ নতুন অবস্থাতেই গাড়ি পেয়ে যাবেন। এমনই একটি মডেলের সম্পর্কে আজ আমরা কথা বলব। এই গাড়ি মাত্র 1.65 লাখ টাকায় পেয়ে যাবেন। এত কম দামে ফোর হুইলার আর পাবেন না। জেনে নিন বিস্তারিত‌।

   

Maruti Ritz VDi: ইঞ্জিন

এই গাড়িতে 1248 সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা বেশ ভালো পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এটি একটি 5 সিটের গাড়ি। তবে এর ইন্সুরেন্স পলিসি এক্সচেঞ্জ হয়ে গেছে।

Maruti Ritz VDi: দাম

এই ফোর হুইলারের এক্স শোরুম দাম 6.75 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে এর থেকে দেশটা কম দামে Maruti Ritz VDi কিনতে পারবে না‌। মাত্র 1.65 লাখ টাকায় 2011 সালের শাড়ির পুরনো মডেল পেয়ে যাবেন। এই গাড়ি 45 হাজার কিলোমিটার চালানো হয়েছে‌‌। এই মডেলটি আহমেদাবাদে রয়েছে।