Bike Loan

Hero Maestro Edge 125: প্রত্যেক মাসের EMI থেকে মুক্তি! যা মাইলেজ এক মাসেই টাকা উসুল, দাম মাত্র 26 হাজার

Aindrila Dhani

Published on:

used-hero-maestro-edge-125-at-low-price

আপনি কি সস্তায় স্কুটার কেনার কথা ভাবছেন? এবার খুব কম দামে একদম নতুনের মতো স্কুটার পেয়ে যাবেন। এই মডেল একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। তবে মডেলটি সেকেন্ড হ্যান্ড হবে। এখন অনেকেই প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড মডেল কিনছেন‌। আপনারাও নিজেদের বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন।

   

এই প্রতিবেদনে আমরা কথা বলব Hero Maestro Edge 125-র সম্পর্কে। দুর্দান্ত মাইলেজ দিতে পারে এই স্কুটার। এখন 125cc সেগমেন্টের চাহিদা প্রচুর। ফলে এই সেগমেন্টের টু-হুইলারের দাম বেড়েই চলেছে। আপনারা চাইলে এই সুযোগে কম দামে Hero Maestro Edge 125 কিনতে পারেন। এই স্কুটারে রয়েছে CVT গিয়ার বক্স। জেনে নিন বিস্তারিত।

Hero Maestro Edge 125: ইঞ্জিন

এই স্কুটারে 124.6cc-র ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 9.12 Ps শক্তি ও 10.4 Nm টর্ক উৎপাদন করে। এই স্কুটার শহরের পাশাপাশি হাইওয়েতেও দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে। এতে স্মুথ রাইডিংয়ের জন্য রয়েছে CVT গিয়ার বক্স।

Hero Maestro Edge 125 স্কুটির মাইলেজ

এই স্কুটারে সবথেকে বড় বিশেষত্ব হল মাইলেজ। কোম্পানি দাবি করছে, এটি প্রতি লিটারে 88 কিলোমিটার মতো মাইলেজ দেবে। তবে বাস্তব জগতে রাইডিং কন্ডিশনের ওপর মাইলেজ নির্ভর করে। সেক্ষেত্রে Hero Maestro Edge 125 প্রতি লিটারে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটারে আশেপাশে মাইলেজ দিতে পারবে।

Hero Maestro Edge 125: ডিজাইন

এই স্কুটারের লুক আপনাদের পছন্দ হবে। এতে আকর্ষণীয় ডিজাইন রাখা হয়েছে। এই স্কুটারে LED হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, স্টাইলিশ টেইল লাইট, অ্যালয় হুইল ইত্যাদি রয়েছে। ফিচার্সের পাশাপাশি এর লুক বেশ আধুনিক। এতে ব্যবহৃত লম্বা ও আরামদায়ক সিট লং ড্রাইভে আপনাদের পিঠ ও কোমর ব্যথা হতে দেবে না।

Hero Maestro Edge 125: সুরক্ষা

কোম্পানি এই স্কুটারের সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে‌। এই স্কুটারের সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে কম্বি ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে আপনারা একসাথে দুই চাকাতেই ব্রেক করতে পারবেন।

Hero Maestro Edge 125 স্কুটির দাম

এই স্কুটারের 2017 সালের মডেল Quikr-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। Hero Maestro Edge 125 এখনও পর্যন্ত 26 হাজার 500 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। স্কুটারে কোন সমস্যা নেই। আপনারা এটি খুব কম দামে পেয়ে যাবেন।