Bike Loan

Honda CB Hornet 160R: লম্বা রেসের ঘোড়া! হোন্ডার দুরন্ত বাইক হাতের নাগালে, দাম মাত্র 68 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

used-hand-honda-cb-hornet-160r-2024

আপনি কি Honda-র বাইক কিনতে চাইছেন? কিন্তু বাজেটের সমস্যা! তাহলে এখন আর চিন্তা করবেন না। কারণ এখন আপনি কম দামে একটি ভালো বাইক কিনতে পারবেন। আমরা Honda CB Hornet 160R বাইকটির কথা বলছি। কম দামের এই মডেলের সম্পর্কে জেনে নিন।

   

Honda CB Hornet 160R-এ শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য কম্বি ব্রেকিং সিস্টেম ও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে Honda CB Hornet 160R। এবার মাত্র 68 হাজার টাকায় কিনতে পারবেন এই বাইক।

Honda CB Hornet 160R: শক্তিশালী ইঞ্জিন

Honda CB Hornet 160R-এ আপনারা 162.71cc-র এয়ার কুল্ড 4 স্ট্রোক SI BS6 ইঞ্জিন পেয়ে যাবেন। যা 8,000 rpm-এ 14.9 bhp শক্তি ও 6,500 rpm-এ 14.5 Nm টর্ক উৎপাদন করে। এই শক্তিশালী ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এর সাহায্যে আপনারা স্মুথ রাইডিং উপভোগ করতে পারবেন। ভিড় রাস্তা হোক বা ফাঁকা হাইওয়ে সর্বত্র ভালো পারফরম্যান্স দিয়ে থাকে Honda CB Hornet 160R।

Honda CB Hornet 160R বাইকের মাইলেজ

Honda CB Hornet 160R-এর বিশেষত্ব হল তার মাইলেজ। এই বাইক প্রতি লিটারে প্রায় 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই সেগমেন্টে এমন মাইলেজ বেশ ভালো পারফরম্যান্স। ফলে আপনাদের বারবার পেট্রোল পাম্পে যেতে হবে না।

Honda CB Hornet 160R: অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম

Honda CB Hornet 160R-এ দুই ধরনের ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। যথা :- কম্বি ব্রেকিং সিস্টেম ও সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। CBS সিস্টেমে ব্রেক কষলে কিছুটা ব্রেক পিছনের চাকাতেও ফোর্স দেয়। ফলে বাইকের ব্যালেন্স বজায় থাকে। তবে ABS সিস্টেম পিচ্ছিল রাস্তায় বাইক পিছলাতে দেয় না।

Honda CB Hornet 160R বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম দাম 82 হাজার 500 টাকা থেকে 91 হাজার 729 টাকার মধ্যে। তবে আপনারা Olx-এ Honda CB Hornet 160R-এর 2018 সালের মডেল পাওয়া যাচ্ছে। বাইকটি 31 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এর দাম রাখা হয়েছে 68 হাজার 500 টাকা‌।