Bike Loan

Bajaj Pulsar 220F: বাইকারদের মনে ঝড় তুলবে এই বাইক! দুরন্ত ফিচার্স, মাত্র 45 হাজার টাকা খরচে পেয়ে যাবেন বাজাজ পালসার

Aindrila Dhani

Published on:

used bajaj-pulsar-220f-price

Bajaj Pulsar 220F: ভারত টু-হুইলারের জন্য দুর্দান্ত মার্কেট। এখানে একাধিক স্টার্টআপ অল্প সময়ের মধ্যেই দাঁড়িয়ে গেছে। আপনারা নিশ্চয়ই Bajaj Auto-র নাম শুনেছেন। ভারতে যেমন একাধিক কোম্পানি রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন বাজেট। এখন আপনারা নিজেদের বাজেটেই কিনতে পারবেন জনপ্রিয় বাইক। আমরা কথা বলছি Bajaj Pulsar 220F-এর সম্পর্কে।

যুবকদের মনে ঝড় তোলার জন্য একটা নামই যথেষ্ট- বাইক। আর তা যদি হয় Bajaj Auto-র তাহলে তো আর কথাই নেই। কিন্তু সবার পক্ষে বেশি দাম দিয়ে বাইক কেনা সম্ভব নয়। আপনারা Bajaj Pulsar 220F অনলাইন মার্কেটে অনেক সস্তায় পেয়ে যাবেন। মাত্র 45 হাজার টাকা খরচ করতে পারলেই কিনতে পারবেন এটি।

   

Bajaj Pulsar 220F: ডিজাইন

Bajaj Pulsar 220F-এর ডিজাইন বেশ স্পোর্টি ধরনের। এতে এয়ারডায়নামিক সেমি ফেইরিং ব্যবহার করা হয়েছে। যার ফলে হাই স্পিডে বাইক ড্রাইভ করলে হাওয়া আপনাদের চোখে কম লাগবে। এছাড়া Bajaj Pulsar 220F-এ LED টেইল লাইট, স্প্লিট সিট, স্প্লিট রেয়ার গ্র্যাব রেইল, গ্রাফিক্স আর ডিপ কার্বন ব্ল্যাক সাইলেন্সার রয়েছে।

Bajaj Pulsar 220F: সেফ্টি ফিচার্স

Bajaj Pulsar 220F-এ সুরক্ষার জন্য সামনে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি সিঙ্গেল চ্যানেল ABS-এর ব্যবহার করেছে কোম্পানি।

Bajaj Pulsar 220F: ইঞ্জিন

এই বাইকে 220cc-র DTS-i ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 20.4 Ps শক্তি ও 18.55 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া Bajaj Pulsar 220F-এ ফিউল ইনজেক্টেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে।

Bajaj Pulsar 220F: দাম

এবার আমরা Bajaj Pulsar 220F-এর দাম সম্পর্কে কথা বলব। এর অন রোড দাম 1.32 লাখ টাকা। যদি আপনাদের এত বেশি বাজেট না থাকে, তবে Olx থেকে সস্তায় কিনতে পারেন।

কীভাবে 45 হাজার টাকায় Bajaj Pulsar 220F কিনবেন?

Olx-এ Bajaj Pulsar 220F-এর 2014 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 50 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এর দাম রাখা হয়েছে মাত্র 45 হাজার টাকা।