Bike Loan

Bajaj Pulsar 180: Emi এর চিন্তা নিমেষে মুক্তি! মাত্র 19 হাজার টাকা খরচে বাজাজের বাইক, দৌড়াবে চাবুক গতিতে

Aindrila Dhani

Published on:

used-bajaj-pulsar-180-bike

Bajaj Pulsar 180 : ভারতে বাজাজ অটোর বাইক বেশ জনপ্রিয়। বেশিরভাগ মানুষ দীর্ঘ মাইলেজ সম্পন্ন বাইকের খোঁজে থাকেন। আজ আমরা আপনাদের জন্য এমনই একটি বাইকের খোঁজ নিয়ে এসেছি। আপনি যদি 2024 সালে নতুন বাইক কিনতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়বেন।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Bajaj Pulsar 180-র সম্পর্কে। দুর্দান্ত পারফরম্যান্স সহ এই বাইকটি আপনাদের মন জিতে নেবে। বাজেট কম হলেও সমস্যা নেই। কারণ এই বাইকের মডেল মাত্র 19 হাজার টাকায় উপলব্ধ রয়েছে। বাজাজ অটো এই মডেল প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর মাস্কুলার ডিজাইন আপনাদের ভালো লাগবে। ভিড়ের মধ্যেও সবার চোখ আপনার বাইকের দিকেই থাকবে।

   

Bajaj Pulsar 180: লুক

আমরা সবার প্রথমে এই বাইকের ডিজাইন সম্বন্ধে কথা বলে নেব।‌ Bajaj Pulsar 180-তে এগ্রেসিভ ও স্পোর্টি ডিজাইন দেখতে পাবেন। এই বাইকের শার্প কাট আর মাস্কুলার লুক রাখা হয়েছে, যা এটিকে অন্যান্য বাইকের থেকে আলাদা করে তোলে। এতে আপনারা আরামদায়ক সিটের সুবিধা পেয়ে যাবেন। ফলে লম্বা সফরে গেলেও ক্লান্তি হবে না। এই বাইকের সাসপেনশন সিস্টেম যথেষ্ট ভালো। রাস্তা ভাঙাচোরা থাকলেও আপনি বুঝতে পারবেন না। সব মিলিয়ে আরামদায়ক স্মুথ রাইডিং উপভোগ করতে পারবেন।

Bajaj Pulsar 180: ইঞ্জিন

এবার আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। Bajaj Pulsar 180-তে 178.6সিসির এয়ার কুল্ড ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন দুর্দান্ত পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এই বাইক আপনারা হাইওয়ে ও শহরের রাস্তায় চালাতে পারবেন। Bajaj Pulsar 180 প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar 180: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পেয়ে যাবেন। এতে প্রয়োজনীয় তথ্য দেখাবে। এছাড়া এই মডেলে প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন।

Bajaj Pulsar 180: দাম

আপনি যদি Bajaj Pulsar 180 কিনতে চান, তবে সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন।‌ এই বাইকের 2014 সালের মডেল Olx-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 80 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। মাত্র 19 হাজার টাকায় কিনতে পারবেন।‌