Bike Loan

Emi এর চিন্তা নিমেষে মুক্তি! 50 হাজার টাকায় Bajaj Pulsar 150 বাইক, অফার সীমিত

Aindrila Dhani

Published on:

used-bajaj-pulsar-150-bike

Bajaj Pulsar 150: বাজাজ অটোর পালসার রেঞ্জে দুর্দান্ত কিছু মডেল রয়েছে। এবার 150cc সেগমেন্টে নতুন মডেল লঞ্চ করেছে কোম্পানি। 2 লাখ টাকারও কমে পেয়ে যাবেন নতুন 2024 Bajaj Pulsar 150। এতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ও USB চার্জিং পোর্টের সুবিধা। জেনে নিন বিস্তারিত।

ভারতে লঞ্চ হয়েছে Bajaj Pulsar 150। এতে আপনারা নতুন গ্রাফিক্স দেখতে পাবেন। হেডলাইট কাওল, ফিউল ট্যাঙ্ক,‌ ফিউল‌ ট্যাঙ্ক এক্সটেনশন ও টেইল সেকশনে এই ডিজাইন করা হয়েছে। এছাড়া সাইড প্যানেলে পরিষ্কার লুকের কার্বন ফাইবারের স্টিকার যুক্ত করা হয়েছে। এই নতুন গ্রাফিক্স ডিজাইন Bajaj Pulsar 150-এর লুক অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।

   

Bajaj Pulsar 150: ইঞ্জিন

এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে 149.5 সিসির BS6 পেট্রোল ইঞ্জিন। যা 13.8 বিএইচপি শক্তি ও 13.25 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এই বাইকে DTS-i টেকনোলজির ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনারা অতুলনীয় রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar 150: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এই বাইকে 17 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে টিউবলেস টায়ার দেওয়া আছে। এছাড়া Bajaj Pulsar 150-তে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ডিসপ্লে রয়েছে। এতে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। এর পাশাপাশি মোবাইল সহ বিভিন্ন ডিভাইস চার্জ করার জন্য USB চার্জিং পোর্টের সুবিধা দেওয়া হয়েছে। এই ভাইকে আপনারা মাস্কুলার ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এবার একটু বেশ কিছু রঙের বিকল্পে উপলব্ধ রয়েছে। আপনারা নিজেদের পছন্দের বিকল্পটি বেছে নিতে পারবেন। রাতে বাইক চালাতে সুবিধার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেল লাইট দিয়েছে কোম্পানি।

Bajaj Pulsar 150: দাম

এই বাইকটির দাম 85 হাজার টাকা থাকে 90 হাজার টাকার আশেপাশে। তবে আপনারা চাইলে মাত্র 40 হাজার টাকা দিয়ে এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন। এটি 2015 সালের মডেল। ক্লেবারে বিক্রির জন্য এটি লিস্টিং করা হয়েছে।