Bike Loan

Bajaj Avenger 220: ক্রুজার বাইকের রাজা! পেয়ে যাবেন মাত্র 50 হাজারে, অবিশ্বাস্য হলেও সত্যি

Aindrila Dhani

Published on:

used-bajaj-avenger-220-under-50k

আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন? এবার বাজাজ নিয়ে এসেছে ঝাক্কাস একটি মডেল। স্বল্প দামের মধ্যে কিনতে পারবেন এটি। আমরা কথা বলছি Bajaj Avenger 220-র সম্পর্কে। জেনে নিন বিস্তারিত।

এখন অনেকেই সেকেন্ড হ্যান্ড মডেল কিনছেন। এবার Bajaj Avenger 220 খুব কম দামে পেয়ে যাবেন। এর আগে এত সস্তায় এই মডেল দেখেননি। এর মাস্কুলার ও আকর্ষণীয় লুক আপনাদের এক দেখাতেই ভালো লেগে যাবে। এছাড়া এই বাইকে রয়েছে লম্বা হুইলবেস, চওড়া হ্যান্ডেল বার আর ফুটপেগ। এই ক্লাসিক ক্রুজার বাইকের সিট বেশ উঁচু আর পিছনের দিকে একটু ঝুঁকে রয়েছে। ফলে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। লং ড্রাইভে গেলেও কোমরে বা পিঠে ব্যথার সমস্যা হবে না।

Bajaj Avenger 220: ইঞ্জিন ও পারফরম্যান্স

Bajaj Avenger 220 একটি স্ট্রিট বাইক। এতে 220cc-র DTS-Si ইঞ্জিন রয়েছে। যা 18.7 bhp শক্তি ও 17.5 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক চালিয়ে আপনারা ভিড় রাস্তা ও ফাঁকা হাইওয়েতে ভালোভাবে যেতে পারবেন। প্রতি লিটারে Bajaj Avenger 220 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। বাজাজের ফুয়েল এফিসিয়েন্সি টেকনোলজির দৌলতে এই বাইকে পেট্রোলের জন্য বেশি খরচ হবে না‌।

Bajaj Avenger 220 বাইকের ফিচার্স

কোম্পানি এই বাইকে গ্রাহকদের প্রয়োজনীয়তা ও চাহিদার দিকে সম্পূর্ণভাবে খেয়াল রেখেছেন। এতে আপনারা সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে স্পিড, ফুয়েল লেভেল, ট্রিপমিটারের মতো বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এছাড়া Bajaj Avenger 220-তে অন বোর্ড ডায়াগনস্টিক সিস্টেমের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই বাইকে LED DRL পেয়ে যাবেন। সুরক্ষার জন্য এতে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে।

Bajaj Avenger 220 বাইকের দাম

বন্ধুরা, Bajaj Avenger 220-র 2016 সালের মডেল বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। এটি এখনও পর্যন্ত 44 হাজার কিলোমিটার চালানো হয়েছে। বাইকটির কন্ডিশন ভালোই আছে। Quikr-এ আপনারা মাত্র 50 হাজার টাকায় এটি কিনতে পারবেন।

অনলাইনে পাওয়া রিপোর্ট অনুযায়ী প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এই সম্পর্কে আমাদের ওয়েবসাইট কোনরকম ভাবে দায়ী থাকবে না।