Bike Loan

Bajaj Discover 150S Drum: মাত্র 15 হাজার টাকায় বাজাজের ফাটাফাটি বাইক! মাইলেজও দুর্ধর্ষ, পূরণ হবে গরিবের স্বপ্ন

Aindrila Dhani

Published on:

usec-bajaj-discover-150s-drum-bike

Bajaj Discover 150S Drum : বাজাজ অটো একটি বিখ্যাত মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি সাধারণত সাশ্রয়ী মূল্যে ভালো কোয়ালিটির বাইক লঞ্চ করে থাকে। আজ আমরা বাজাজের দুর্দান্ত একটি বাইকের সম্পর্কে কথা বলব। এই বাইক আপনারা মাত্র 15 হাজার টাকায় কিনতে পারবেন।

আপনি কি বাইক কিনতে চাইছেন? কিন্তু বাজেটের কারণে কেনা হয়ে উঠছে না! তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। 72 কিলোমিটার মাইলেজ সহ চলে এসেছে Bajaj Discover 150S Drum। দুর্দান্ত ফিচার্স আর শক্তিশালী ইঞ্জিন সহ এই বাইক আপনাদের রাইড করতে ভালো লাগবে।

   

Bajaj Discover 150S Drum: ইঞ্জিন

এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 144.8 সিসির ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 14.3 পিএস শক্তি ও 12.75 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। Bajaj Discover 150S Drum ভ্যারিয়েন্ট প্রতি লিটার পেট্রোলে 75 কিলোমিটার মাইলেজ দিতে পারে। সুরক্ষার জন্য এই বাইকে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে।

Bajaj Discover 150S Drum: দাম

এই বাইকটির দাম খুব একটা বেশি নয়। মাত্র 54 হাজার 521 টাকায় কম্পানি এটি ভারতে লঞ্চ করেছেন। কিন্তু সবার পক্ষে এই দাম দিয়ে বাইক কেনা সম্ভব নয়। তাদের জন্যই আজ আমরা নিয়ে এসেছি দারুণ একটি সুযোগ।

Bajaj Discover 150S Drum : বেস্ট ডিল

এই বাইক এবার মাত্র 15 হাজার টাকায় আপনি কিনতে পারবেন। বাইক দেখো ওয়েবসাইটে Bajaj Discover 150S Drum-এর 2011 সালের পুরনো মডেল বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। এটি 60 হাজার কিলোমিটার চালানো হয়েছে। মালিক মাত্র 15 হাজার টাকায় এটি বিক্রি করতে চাইছেন। বাইক কেনার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন। কোন কিছুর জন্য আমাদের ওয়েবসাইট দায়ী থাকবে না।