Bike Loan

Bajaj Pulsar N125: 1 লাখের মধ্যে বাজারে আসছে বাজাজের নতুন বাইক! মিলবে শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত ফিচার, কবে লঞ্চ হবে?

Gourav Mondal

Published on:

upcoming-bajaj-pulsar-n125-spotted-testing-again

ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা বাজাজ তার পালসার গাড়িগুলিকে নতুন ভাবে আপডেট করছে (Bajaj Pulsar N125)। নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়ে আরো উন্নত রূপে সেই গাড়িগুলি বাজারে হাজির হবে শীঘ্রই। তবে এরই মধ্যে Bajaj Pulsar N125 কে আবার পরীক্ষা করতে দেখা গেছে। সর্বশেষ স্পাই শটগুলি থেকে এই বাইককে আরো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। নতুন ভাবে আপডেট হওয়া এই বাইকে কী কী সুবিধা পাবেন দেখে নিন।

Bajaj Pulsar N125: ডিজাইন

আসন্ন Pulsar N125 বাইকটির ডিজাইন অনেকটা Bajaj Pulsar N150-এর মতোই। পালসারের পূর্ববর্তী বাইক গুলির মতো 125cc বাইকটিতেও রয়েছে বিফি ফুয়েল ট্যাঙ্ক। দিনের আলোয় চলার মত LED DRL দেওয়া হয়েছে এতে। সঙ্গে আছে LED প্রজেক্টর হেডলাইট। তবে এর ইন্ডিকেটর গুলি বাল্ব টাইপ বলেই মনে করা হচ্ছে।

স্পাই শটগুলি থেকে আরো বোঝা যাচ্ছে এই বাইক সিঙ্গেল পিস গ্র্যাব রেল সহ একটি স্প্লিট সিট সেটআপ দেওয়া হচ্ছে। রয়েছে একটি লম্বা এবং চওড়া হ্যান্ডেলবার। এছাড়াও রাইডারের আরামদায়ক ভ্রমণের জন্য এতে মিড সেট ফুটপেগ দেওয়া হয়েছে।

Bajaj Pulsar N150: পারফরমেন্স

স্পাই ছবি গুলিতে ইঞ্জিনের ছবিটি খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। তবে যেটুকু আন্দাজ করা যায় তা থেকে বোঝা যাচ্ছে পালসার N125 বাইকটি নতুন 125cc ইঞ্জিন দিয়ে সাজানো হতে পারে। নতুন আরো শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এই বাইকটি TVS Raider 125 এবং Hero Xtreme 125R-এর সাথেও প্রতিযোগিতা চালাতে পারবে। আশা করা যাচ্ছে আসন্ন এই বাইকের ইঞ্জিনটি বাজাজ অ্যাডভেঞ্চার বাইকের মতই হতে পারে।

Bajaj Pulsar N150: ফিচার

আসন্ন Pulsar N125 বাইকটিতে স্মার্টফোন সংযোগ সহ একটি সম্পূর্ণ ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট কনসোল পাওয়া যেতে পারে। এর বাম দিকে থাকবে সুইচ গিয়ার, সঙ্গে থাকবে M বাটন। এছাড়া এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক। Pulsar N125 এর সামনে একটি ডিস্ক ব্রেক এবং পিছনে একটি ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া রয়েছে 17 ইঞ্চি অ্যালয় হুইল।

Bajaj Pulsar N150: দাম

আসন্ন Bajaj Pulsar N125 বাইকটি চলতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে লঞ্চ (Bajaj Pulsar N125 launch date) হতে পারে বলে আশা করা যাচ্ছে। এক্স শোরুমের ভিত্তিতে এর দাম (Bajaj Pulsar N125 price) হতে পারে প্রায় ১ লক্ষ টাকা।