দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান Bajaj Auto শীঘ্রই তাদের প্রথম CNG বাইক (Bajaj CNG Bike) আনতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই বাইক লঞ্চের আগে নতুন নামে ট্রেডমার্ক করেছে। যা সিএনজি বাইকে ব্যবহার করা হতে পারে। রিপোর্ট থেকে আর কী কী তথ্য পাওয়া গেছে? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
বাজাজ নতুন নাম ট্রেডমার্ক পেয়েছে
বাজাজ অটো একটি নতুন নামের ট্রেডমার্কের জন্য আবেদন করেছিল। গত 7 মে ট্রেডমার্ক ফাইলিং করেছিল সংস্থা। জানা গেছে, কোম্পানিটি ফাইটার (Bajaj Fighter) নামের ট্রেডমার্কের জন্য আবেদন করেছিল। মনে করা হচ্ছে কোম্পানিটি এই নামে সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ করতে পারে।
গত মাসে Bruzer নাম ট্রেডমার্ক পেয়েছে
এর আগে গত মাসে আরেকটি নাম ট্রেডমার্ক করেছিল কোম্পানিটি। কোম্পানিটি গত মাসে Bruzer নামে একটি ট্রেডমার্ক করেছে। এমতাবস্থায় কোম্পানিটি ভবিষ্যতে অন্যান্য সিএনজি বাইকে এটি ব্যবহার করতে পারে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষার সময় নজরে এসেছে
বাজাজ অটো শীঘ্রই সিএনজি বাইক লঞ্চ করবে। কোম্পানি আগামী 18 জুন এই বাইকটি বাজারে আনতে পারে। তবে এর আগে সিএনজি বাইকটি পরীক্ষা করার সময় অনেকবার দেখা গেছে। যেখানে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কেও তথ্য পাওয়া গিয়েছে।
ফিচারগুলো কেমন হবে?
দেশের প্রথম সিএনজি বাইকে সার্কুলার এলইডি হেডলাইট, ছোট সাইড ভিউ মিরর, কভারড সিএনজি ট্যাঙ্ক, লম্বা সিঙ্গেল সিট, হ্যান্ড গার্ড, অ্যালয় হুইলস, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো ফিচার পাওয়া যাবে। এই বাইকটি একাধিক ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হবে।
লঞ্চের আগে ফাঁস একাধিক তথ্য
লঞ্চের আগেই সিএনজি বাইকের ডিজাইনের তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ব্লুপ্রিন্টে বাইকের চেসিস, সিএনজি এবং পেট্রোল ট্যাঙ্কের তথ্য জানা গেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, সিলিন্ডার বন্ধ করতে বাইকটিকে একটি ডল ক্রেডল ফ্রেমে ব্রেস দিয়ে সজ্জিত করা যেতে পারে। বাইকে সিএনজি সিলিন্ডার সিটের নিচে রাখা যায়। যেখানে সিএনজি ভর্তি করার জন্য সামনের দিকে মুখ দেওয়া হতে পারে। এর সাথে ঠিক উপরে একটি ছোট পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হবে এতে।
উল্লেখ্য, বাজাজ তাদের প্রথম সিএনজি বাইকের নাম বাজাজ ফাইটার রাখবে কিনা, তা আর কিছু দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।