Bike Loan

এক চার্জে চলবে 152 কিলোমিটার, মাত্র 10 হাজার টাকায় নিয়ে আসুন এই ইলেক্ট্রিক বাইক

Aindrila Dhani

Published on:

Ultraviolette F77

ভারত তথা বিশ্বের সব থেকে তুখোর ইলেকট্রিক বাইক হল Ultraviolette F77। দুর্দান্ত ইঞ্জিনের সাথে মার্কেটে আসতে চলেছে এই মডেলটি। এতে আপনারা চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য অল্প সময়ে চার্জ হয়ে যাবে এই বাইকটি। এই ইলেকট্রিক বাইকের সাহায্যে আপনারা অনেক দূরের রাস্তাও অতিক্রম করতে পারবেন। এই মডেলের মোটর ভালোই পাওয়ার জেনারেট করে। দাম সহ ফিচার জেনে নিন আজকের প্রতিবেদনে।

Ultraviolette F77

Ultraviolette F77 বাইকে সুপার‌ ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভারতের বারোটি রাজ্যে এই বাইক চলছে‌। মাত্র 4 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এই বাইকটি। ফিচারের দিক থেকে আপনাদের মন ভালো করে দেবে এই বাড়ি। এতে আপনারা Bluetooth থেকে শুরু করে Wi-fi ও Nevigation এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া call alert ও MSG alert এর মতো ফিচার রয়েছে এই বাড়িতে। মাত্র 7 সেকেন্ডে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগ তুলতে পারে এই বাড়ি। আর সম্পূর্ণ চার্জে 152 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এটি।

Ultraviolette F77 বাইকের দাম

এখন যদি দামের কথা বলি, Ultraviolette F77 বাইকটি আপনারা 3 লাখ 99 হাজার 632 টাকায় বাড়িতে আনতে পারবেন। তবে যদি নগদে কিনতে না চান, তাহলে 10 হাজার টাকার ডাউন পেমেন্ট করে EMI তে এই বাইক কিনতে পারবেন। আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।