Bike Loan

Ultraviolette F77 Mach 2: মারকাটারি লুকে ফিদা রাইডাররা! এক চার্জেই ছুটবে 323 কিমি, পাবেন 15 হাজার টাকারও কমে

Aindrila Dhani

Published on:

ultraviolette-f77-mach-2-price

Ultraviolette F77 Mach 2 : বেঙ্গালুরুর ইলেকট্রিক স্টার্টআপ Ultraviolette এক মাস আগে নতুন আপডেট সহ F77 Mach 2 ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। এই বাইকে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। যথা:- স্ট্যান্ডার্ড এবং রিকন। এটি লেটেস্ট ডিজাইন এবং দুর্দান্ত ফিচার্স সহ পেশ করা হয়েছে।

   

এই ইলেকট্রিক বাইকের কার্ব ওয়েট 197 কেজি। এর সিটের উচ্চতা 800 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই বাইকের হুইলবেস 1340 মিলিমিটার। এর মোটরে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এতে সুরক্ষার জন্য ডুয়াল চ্যানেল ABS রয়েছে।

Ultraviolette F77 Mach 2: রেঞ্জ

এর Recon ভ্যারিয়েন্টে একটি 30 কিলোওয়াটের মোটর দেওয়া হয়েছে। Recon ট্রিমে একটি 10.3 kWh ব্যাটারি রয়েছে। আর এর স্ট্যান্ডার্ড মডেলে একটি 7.1 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। এই দুটি মডেলই যথাক্রমে 212 কিলোমিটার এবং 323 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। যেখানে Recon মডেলে 10টি লেয়ারের সুইচেবল রিজেনারেটিভ ব্রেকিংয়ের সুবিধা রয়েছে।

Ultraviolette F77 Mach 2: ফিচার্স

বর্তমান মডেলের তুলনায় এই বাইকটি বেশ উন্নত। জিওফেনসিং, ডেল্টা ওয়াচ, ক্র্যাশ অ্যালার্ট, ভায়োলেট এআই, রাইড অ্যানালিটিক্স, চার্জ লিমিট, ডিপ স্লিপ, ভ্যাকেশন মোড, পার্ক অ্যাসিস্টের মতো ফিচার্স Ultraviolette F77 Mach 2-এ উপলব্ধ।

Ultraviolette F77 Mach 2: দাম

Ultraviolette F77 Mach 2-এর এক্স-শোরুম দাম 2.99 লক্ষ টাকা থেকে শুরু।

কীভাবে 15 হাজার টাকার কমে Ultraviolette F77 Mach 2 কিনবেন?

আপনি যদি 14 হাজার 990 টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 10 হাজার 257 টাকা করে EMI জমা করতে হবে।