Bike Loan

Ultraviolette F77 Mach 2: সস্তায় ব্যাপক স্টাইলিশ বাইক! গতির ঝড়ে উড়ে যাবে নামি দামি বাইক

ব্যাঙ্গালুরুর ইলেকট্রিক যানবাহন ম্যানুফ্যাকচারিং কোম্পানি Ultraviolette তাদের ইলেকট্রিক মোটরসাইকেল রেঞ্জ আপডেট করতে চলেছে। Ultraviolette তাদের F77 মডেল আপডেট করেছে। এখন এই মডেলের নাম হয়েছে Ultraviolette F77 Mach 2। এতে 2 টি ভেরিয়েন্ট থাকবে- স্ট্যান্ডার্ড ও রেকন। এই বাইকে পারফরম্যান্স, ফিচার্স ও হার্ডওয়্যার আপডেট করা হয়েছে।

Ultraviolette F77 Mach 2 বাইকের রং ও ডিজাইন

Ultraviolette F77-এর মতো Ultraviolette F77 Mach 2 তে একই ডিজাইন রাখা হয়েছে। তবে এতে নতুন রঙের অপশন পেয়ে যাবেন। এই বাইকে আফটার বার্নার ইয়েলো, স্টিলথ গ্রে, সুপারসনিক সিলভার, স্টেলার হোয়াইট, প্লাজমা রেড, টার্বো রেড, লাইটিং ব্লু, অ্যাস্ট্রয়েড গ্রে ও কসমিক ব্ল্যাক রঙের অপশন পেয়ে যাবেন। রঙের পাশাপাশি আরও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে Ultraviolette F77 Mach 2 তে। এই নতুন মডেলে আগের মতো চার্জিং পোর্টের প্লাস্টিকের ইউনিট ব্যবহার করা হয়নি। তার বদলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে।

Ultraviolette F77 Mach 2-র ব্যাটারি ও ফিচার্স

Ultraviolette F77 Mach 2-তে 27 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে।‌ অপরদিকে Ultraviolette F77 Mach 2 -এর রেকন ভেরিয়েন্টে 30 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া রেকন ট্রিমে 10.3kWh ক্যাপাসিটির ইউনিট রয়েছে। যা যথাক্রমে 211 কিলোমিটার ও 323 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। এছাড়া এই বাইকের রেকন ভেরিয়েন্টে 10 লেভেলের সুইচেবল ব্রেকিং ইউনিট রয়েছে। তবে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে 3 লেভেল ব্রেকিং রয়েছে। 2 টি ভেরিয়েন্টেই 3 টি রাইডিং মোড রয়েছে। আর 5 ইঞ্চির TFT, হিল হোল্ড, ABS, অটো ডিমিং লাইট ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। রেকন ভেরিয়েন্টে 4 লেভেলের ট্র্যাকশন কন্ট্রোল থাকবে।

Ultraviolette F77 Mach 2 বাইকের সাসপেনশন ও ব্রেক

Ultraviolette F77 Mach 2 বাইকে 41 মিলিমিটারের আপ-সাইড ডাউন ফোর্ক ও প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক থাকবে। আর সামনের ও পিছনের চাকায় যথাক্রমে 320 মিলিমিটার ও 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি 17 ইঞ্চির চাকা দেখতে পাবেন।

Ultraviolette F77 Mach 2-র দাম কত?

Ultraviolette F77 Mach 2 -এর এক্স শোরুম দাম 3 লাখ 99 হাজার টাকা। তবে প্রথম 1 হাজার জন কাস্টমার 2 লাখ 99 হাজার টাকায় কিনতে পারবেন।