Bike Loan

নতুন রূপে লঞ্চ হল Ultraviolette F77! রয়েছে শক্তিশালী ইঞ্জিন, ছুটবে ঝড়ের গতিতে

Ultraviolette এপ্রিল মাসেই লঞ্চ করতে চলেছে ওদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল। এখন ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা কিন্তু চোখে পড়ার মতো। এই কারণে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক লঞ্চের পরিমাণ অনেকটা বেড়ে গেছে।‌Ultraviolette খুব সম্ভবত তাদের F77 ইলেকট্রিক বাইকের দ্রুততম ভার্সন লঞ্চ করবে। জেনে নিন বিস্তারিত।

Ultraviolette অটোমোটিভের সব থেকে দ্রুত ‘মেড ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক মোটরসাইকেল F77। এতে শক্তিশালী মোটর আর আকর্ষণীয় ফিচার রয়েছে। দেখতেও দারুন। এই কোম্পানির আসন্ন মডেলটি এর তুলনায় আরও বেশি শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন হবে বলে দাবি করছে কোম্পানি।

নতুন Ultraviolette F77 বাইকের মোটর

বর্তমান মডেলটিতে 27 কিলোওয়াটের মোটর রয়েছে। যা 85 Nm টর্ক জেনারেট করে। এটি প্রতি ঘন্টায় 140 কিলোমিটার বেগে ছুটতে পারে। আসন্ন মডেলটি আরও বেশি গতিতে ছুটবে বলেই দাবি করছে কোম্পানি। এই নতুন মডেলে আরও বেশি শক্তিশালী মোটর ব্যবহার করা হবে। এছাড়া নতুন F77 মডেলে F99 প্রোটোটাইপের কিছু কিছু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন। এটি EICMA 2023 -এ প্রদর্শন করা হয়েছিল। এছাড়া নতুন Ultraviolette F77 মডেলে নতুন রং আর গ্রাফিক্স যুক্ত করা হতে পারে।

তবে বাইকের অন্যান্য ফিচার, যেমন- সাসপেনশন, ব্রেক, চ্যাসিস ইত্যাদি বর্তমান মডেলটির মতোই রাখা হবে। ফিচারে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। তবে ডিজাইনে পরিবর্তন করা হতে পারে। ডাইমেনশনের ক্ষেত্রেও কোন পরিবর্তন আসবে না।

নতুন Ultraviolette F77-এর দাম

বর্তমান Ultraviolette F77 মডেলটির দাম 3.8 লাখ টাকা থেকে 4.55 লাখ টাকার মধ্যে। এই মডেলটির দ্রুততম ভার্সনটির দাম আরও কয়েক হাজার টাকা বেশি হতে পারে। এই মডেলটির খুব একটা তথ্য কোম্পানি তরফ থেকে সামনে আনা হয়নি। এটি 24 শে এপ্রিল লঞ্চ হওয়ার পর সব তথ্য জানাবে কোম্পানি।