বর্তমান সময়ে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি ইলেকট্রিক বাইক ম্যানুফ্যাকচার করার কাজ শুরু করে দিয়েছে। আবার কিছু কিছু স্টার্টআপ কোম্পানিও লঞ্চ হয়েছে এই ফিল্ডে। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হল Ultraviolette। সম্প্রতি এই কোম্পানি তাদের Ultraviolette F77 লঞ্চ করেছিল। এবার এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি ব্যাঙ্গালোরে শুরু হয়ে গেছে।
Ultraviolette অটোমোটিভের সব থেকে দ্রুত ‘মেড ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক মোটরসাইকেল F77। এতে শক্তিশালী মোটর আর আকর্ষণীয় ফিচার রয়েছে। দেখতেও দারুন। F77 মডেলে F99 প্রোটোটাইপের কিছু কিছু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন।
Ultraviolette F77: রেঞ্জ
এই ইলেকট্রিক বাইকে 4.2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে মাত্র 2.9 সেকেন্ডে এই ইলেকট্রিক বাইক 0 থেকে 60 কিলোমিটার/ ঘণ্টা গতি তুলতে পারে। এছাড়া 7.2 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ ঘণ্টা গতি তুলতে পারে। এতে ব্যবহৃত ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে নিশ্চিন্তে 130 কিলোমিটার থেকে 150 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Ultraviolette F77: গতিবেগ
এই মডেলে 27 কিলোওয়াটের মোটর রয়েছে। যা 85 Nm টর্ক জেনারেট করে। এটি প্রতি ঘণ্টায় 140 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Ultraviolette F77: ফিচার্স
আপনি ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং পোর্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, সফ্ট ম্যাট্রেস স্প্লিট সিট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ট্রিপ মিটারের মতো ফিচার পেয়ে যাবেন।
Ultraviolette F77: দাম
এই বাইকের দাম 3 লাখ টাকার আশেপাশে হতে পারে। এখনও কোম্পানি এই সম্পর্কে কিছু জানায়নি।