Bike Loan

Ujaas Espa LA: জলের দরে ইলেকট্রিক স্কুটার! দাম মাত্র 43 হাজার, লুক দেখলে প্রেমে পড়তে বাধ্য

Aindrila Dhani

Published on:

ujaas-espa-la-electric-scooter-price

আপনারা এখন ভারতীয় বাজারে বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটারের অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে বেশ কিছু মডেল তো সস্তায় ভালো পারফরমেন্স দেওয়ার দাবিও করে। কিন্তু সব ইলেকট্রিক স্কুটার সম্পর্কে গ্রাহকদের জানা সম্ভব নয়। এই কারণে অনেকেই বেশি দাম দিয়ে সাধারণ ইলেকট্রিক স্কুটার কিনে ফেলেন। আজ আমরা আপনাদের সস্তায় ভালো কোয়ালিটি ও আধুনিক ফিচারের নতুন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানাব।

সম্প্রতি ভারতীয় মার্কেটে Ujaas একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই মডেলটি গ্রাহকদের প্রয়োজনীয়তার দিকে সম্পূর্ণ খেয়াল রেখে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এতে আপনারা স্টাইলিশ লুকের পাশাপাশি আধুনিক ফিচার পেয়ে যাবেন। এছাড়া এটি ভালো রেঞ্জ দিয়ে থাকে। এত সুবিধার পরেও জলের দরে এটি পেয়ে যাবেন‌। এই প্রতিবেদনে আমরা কথা বলছি Ujaas Espa LA-র সম্পর্কে।

Ujaas Espa LA-র ব্যাটারি ও মোটর

সম্প্রতি ভারতীয় মার্কেটে Ujaas তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। লঞ্চ হওয়ার পর থেকে কয়েক হাজার ইউনিট মডেল বিক্রি হয়ে গেছে। Ujaas Espa LA-তে 2.62 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 62 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে 250 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে।

Ujaas Espa LA-র ফিচারস

Ujaas Espa LA চালিয়ে আপনারা আশেপাশের এলাকায় ট্র্যাভেল করতে পারবেন। এটি আপনারা অফিসে যাওয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। ভালো রেঞ্জের পাশাপাশি এতে আপনারা অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। তবে অ্যাডভান্স ফিচার সহ Ujaas Espa LA-তে বেশ কিছু সাধারন ফিচারও রয়েছে। যেমন- ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, নেভিগেশন, LED হেডলাইট, LED টেইল লাইট, বুট স্পেস ও স্টোরেজ ক্যাপাসিটি।

Ujaas Espa LA-র দাম

এই ইলেকট্রিক স্কুটার সাধারণ মধ্যবিত্ত মানুষের বাজেটে চলে আসবে। কারণ Ujaas Espa LA-র এক্স শোরুম দাম 43 হাজার 200 টাকা।