যখন থেকে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া শুরু করেছে, তখন থেকেই অটোমোবাইল সেক্টরে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বেড়ে গেছে। এই চাহিদার সাথে পাল্লা দিতে খুব দ্রুত হারে ইলেকট্রিক টু-হুইলারের প্রোডাকশন করা হচ্ছে। এখন মার্কেটে দুর্দান্ত কোয়ালিটি ও ফিচারের ইলেকট্রিক অটোমোবাইল লঞ্চ হতে দেখা যাচ্ছে।
এই প্রতিবেদনে আমরা একটি দারুণ ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে আপনাদের জানাব। ইলেকট্রিক স্কুটারে জ্বালানি তেলের খরচ না হলেও, এই টু-হুইলার কিনতে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়ে যায়। তাই আজকে আমরা মধ্যবিত্ত মানুষের বাজেটের মধ্যে নিয়ে এসেছি নতুন একটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ। দাম খুব একটা বেশি না হলেও, দুর্দান্ত রেঞ্জ দেয় এই মডেল। জেনে নিন বিস্তারিত।
Ujaas eGo Li ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ
এই প্রতিবেদনে আমরা Ujaas eGo Li ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে কথা বলব। এটি প্রায় 1 বছর আগে লঞ্চ হয়েছে। এতে 3.2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যার ফলে একবার সম্পূর্ণ চার্জ দিলেই Ujaas eGo Li 88 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে।
Ujaas eGo Li ইলেকট্রিক স্কুটারের ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটারের ফিচার বেশ আকর্ষণীয়। এতে আপনারা মোবাইল কানেক্টিভিটি, এন্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, রিভার্স মোড আর নেভিগেশন সিস্টেমের মতো বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। এর পাশাপাশি কোম্পানির তরফ থেকে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এর সাহায্যে মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘণ্টার মধ্যে Ujaas eGo Li ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
Ujaas eGo Li ইলেকট্রিক স্কুটারের দাম
আপনি যদি এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে চান, তবে বলে রাখি Ujaas eGo Li-এর এক্স শোরুম দাম 58 হাজার 700 টাকার আশেপাশে। তবে যাঁরা নগদে কিনতে চাইছেন না, তাঁরা এই মডেলটি ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন। তার জন্য 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকা আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে। আর প্রতি মাসে 1 হাজার 580 টাকা EMI দিতে হবে।