TVS XL 100 Heavy Duty: মাত্র 1,500 টাকার মাসিক কিস্তিতে TVS-এর বাইক! অবিশ্বাস্য হলেও সত্যি। এবার মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে TVS EMI প্ল্যান নিয়ে এসেছে। আমরা কথা বলছি TVS XL 100 Heavy Duty-র সম্পর্কে।
এই বাইকের ওজন মাত্র 88 কেজি। এর সিটের উচ্চতা 787 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 মিলিমিটার আর হুইলবেস 1228 মিলিমিটার। TVS XL 100 Heavy Duty-র দৈর্ঘ্য 1895 মিলিমিটার, প্রস্থ 670 মিলিমিটার আর উচ্চতা 1077 মিলিমিটার। এতে 3 বছর অথবা 36 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।
TVS XL 100 Heavy Duty : ইঞ্জিন
এই বাইকে 99.7cc-র সিঙ্গেল সিলিন্ডার, 2 ভালভ, এয়ার কুল্ড, ফিউল ইনজেক্টেড, BS6 ফেজ 2 পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 6,000 rpm-এ 4.3 bhp শক্তি ও 3,500 rpm-এ 6.5 Nm টর্ক উৎপাদন করে। TVS XL 100 Heavy Duty প্রতি লিটারে 52 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর রাইডিং রেঞ্জ 208 কিলোমিটার। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 58 কিলোমিটার বেগে ছুটতে পারে TVS XL 100 Heavy Duty। এতে অটোমেটিক CVT ট্রান্সমিশন রয়েছে।
TVS XL 100 Heavy Duty : ফিচার্স
TVS XL 100 Heavy Duty-তে টেলিস্কোপিক হাইড্রোলিক ফ্রন্ট সাসপেনশন আর সুইংগার্ম হাইড্রোলিক শক সাসপেনশন রয়েছে। এতে SBT রয়েছে। এই বাইকে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। এই মডেলে 16 ইঞ্জিন চাকা রয়েছে।
TVS XL 100 Heavy Duty-তে অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট কনসোল, অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটর, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটরের সুবিধা রয়েছে। এর পাশাপাশি হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন টেইল লাইট, USB চার্জিং সাপোর্ট, কিক স্টার্ট ইত্যাদি রয়েছে।
TVS XL 100 Heavy Duty : দাম
TVS XL 100 Heavy Duty-র অন রোড দাম 56 হাজার 12 টাকা। আপনি যদি 14 হাজার 600 টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 1 হাজার 495 টাকা করে EMI জমা করতে হবে।