Bike Loan

TVS X: পকেটে টাকা কম? চিন্তা কিসের! টিভিএস এর দুরন্ত স্কুটি, মাসে 6 হাজার করে কিস্তি

Aindrila Dhani

Published on:

tvs-x-electric-scooter-emi-plan

TVS X Electric Scooter: গত কয়েক বছরে ডিজেল আর পেট্রোলের দামে ক্রমাগত পরিবর্তন দেখা গেছে। কখনো দাম বেড়েছে, আবার কখনো দাম কমেছে‌। এই কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে ইলেকট্রিক যানবাহনের দিকে আকর্ষিত হওয়া শুরু করেছে। ইলেকট্রিক অটোমোবাইল সেক্টর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন টু-হুইলারের পাশাপাশি ফোর হুইলারের চাহিদাও চোখে পড়ছে।

আপনি যদি ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। দুর্দান্ত রেঞ্জ আর আকর্ষণীয় লুক সহ অটোমোবাইল সেক্টরে চলে এসেছে নতুন স্কুটার। TVS Motors এবার নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক স্কুটার। মডেলটির নাম TVS X। জেনে নিন বিস্তারিত।

TVS X ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী মোটর ও ব্যাটারি

কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে 4.4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। আর এর সাথেই রয়েছে ইলেকট্রিক হাব মোটর। যা ভালো পাওয়ার আর টর্ক জেনারেট করতে পারে। কোম্পানি দাবি করছে, TVS X একবার সম্পূর্ণ চার্জে 140 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি 4 ঘন্টা থেকে 5 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। TVS X প্রতি ঘন্টায় সর্বোচ্চ 105 কিলোমিটার বেগে ছুটতে পারে।

TVS X ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে বেশ কিছু এডভান্স ও আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি সুরক্ষার জন্য চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেকের। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা টেলিস্কোপিক শক অ্যাবজর্ভারের কম্বিনেশন পেয়ে যাবেন। এছাড়া TVS X-এ 10.25 ইঞ্চির TFT দেওয়া হয়েছে। এতে আপনারা স্পিড, ব্যাটারি, নেভিগেশন আর ট্রিপ মিটারের সুবিধা পেয়ে যাবেন।

TVS X ইলেকট্রিক স্কুটারের দাম

এই ইলেকট্রিক স্কুটারটি একটি মাত্র ভেরিয়েন্টে উপলব্ধ। এর এক্স শোরুম মূল্য 2 লাখ 49 হাজার 990 টাকা।

TVS X ইলেকট্রিক স্কুটারের ফাইন্যান্স প্ল্যান

তবে আপনারা যদি এত টাকা দিয়ে কিনতে না চান, সেক্ষেত্রে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা নিতে পারেন। TVS X ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে প্রতি মাসে 6 হাজার টাকা করে জমা করতে হবে।