Bike Loan

TVS X: TVS-এর ঝুলিতে আরও একটি স্কুটার! এক চার্জে 140 কিমি রেঞ্জ, দাম কত?

বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশচুম্বী। সেই বিপুল চাহিদা মেটাতে বিভিন্ন টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রায়শই ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ করছে। এবার TVS Motors চুপি চুপি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার। দুর্দান্ত ফিচার্স আর শক্তিশালী ব্যাটারি প্যাক সহ TVS Motors এর TVS X ইলেকট্রিক স্কুটার চলে এসেছে।

TVS Motors এর ঝুলিতে আরও কয়েকটি ইলেকট্রিক স্কুটার রয়েছে। তবে আজ আমরা TVS X এর সম্পর্কেই কথা বলব। আপনাদের জানিয়ে রাখি, এটি দুবাইতে লঞ্চ হয়েছে। তবে TVS iQube ভারতীয় বাজারে বেশ ভালো মাত্রায় বিক্রি হয়ে থাকে। জেনে নিন TVS X এর ফিচার্স, দাম আর স্পেসিফিকেশন সহ বেশ কয়েকটি তথ্য।

TVS X এর রেঞ্জ কত?

ক্রেতা বাইক অথবা স্কুটার কেনার সময় তার রেঞ্জ আগে যাচাই করে নেয়। তাই আমরা সবার প্রথমে এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ সম্পর্কে কথা বলব। এই মডেলে 4.4 kWh ব্যাটারি প্যাক রয়েছে। সাথে দ্রুত চার্জের জন্য 3 কিলোওয়াটের শক্তিশালী চার্জার দেওয়া হয়েছে। এটি 50 শতাংশ চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা। এই ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জে 140 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। তবে এর সাথে আপনারা 900 ওয়াটের আরেকটি চার্জার পেয়ে যাবেন। এর সাহায্যে 80 শতাংশ চার্জ হতে সময় নেবে 3 ঘন্টা 40 মিনিট।

TVS X এর গতি

এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জে 140 কিলোমিটার যেতে পারে। এছাড়া 0 থেকে 40 কিলোমিটার/ঘন্টা গতি তুলতে মাত্র 2.6 সেকেন্ড সময় নেয়। এটি প্রতি ঘন্টায় 105 কিলোমিটার বেগে ছুটতে পারে।

TVS X-এর ফিচার

এতে 10.25 ইঞ্চির হাই ডেফিনেশন টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। যাতে আপনারা স্মার্টফোন কানেক্টিভিটি, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, অন বোর্ড নেভিগেশন সিস্টেম ইত্যাদি সুবিধা পেয়ে যাবেন। এছাড়া স্পিড লিমিট দেখতে পাবেন। এই ইলেকট্রিক স্কুটারের সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।‌ আর রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। আর দুটি চাকাতেই ক্রুজ কন্ট্রোল রয়েছে।

TVS X এর দাম

এই মডেলটির এক্স শোরুম মূল্য 2.50 লাখ টাকা।