Bike Loan

TVS Sports: কম দামে বেশি লাভ! প্রতি লিটারে ছুটবে 80 কিমি, গরীবদের চোখের মনি হয়ে উঠেছে

Aindrila Dhani

Published on:

tvs-sports-price-2024

TVS Sports: এখন প্রতিটি মানুষ নিজের কাছে অন্তত একটি টু-হুইলার রাখার কথা ভাবে। তবে সেক্ষেত্রে বাজে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মধ্যবিত্ত মানুষ সংসার চালাতে গিয়েই হিমশিম খাচ্ছে। সেখানে দাঁড়িয়ে নতুন টু-হুইলার কেনা ও তার দেখাশোনা করা বেশ খরচসাপেক্ষ ব্যাপার। তবে আজ আপনাদের বাজেটে নিয়ে এসেছি দারুণ একটি মডেলের খোঁজ। জেনে নিন বিস্তারিত।

কোম্পানির কমিউটার সেগমেন্টে আপনারা স্পোর্টি লুকের বাইক পেয়ে যাবেন। আমরা কথা বলছি TVS Sports-এর সম্পর্কে। এর ডিজাইন যুবকদের আকর্ষণ করবে। কোম্পানি এই বাইকে এডভান্স ফিচার ব্যবহার করেছে। পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম TVS Sports। এই বাইকে শক্তিশালী ইঞ্জিন রয়েছে।

   

TVS Sports: ফিচার্স

এই বাইকে সব লেটেস্ট ও আধুনিক ফিচার দেখতে পাবেন। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, এলইডি হেড লাইট ইত্যাদি রয়েছে। এছাড়া এই বাইকে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন।

TVS Sports: ইঞ্জিন

এই স্পোর্টি লুকের বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে 100cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পেয়ে যাবেন। যা 8.19 Ps শক্তি ও 8.7 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। প্রতি লিটার পেট্রোলে 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে TVS Sports।

TVS Sports: দাম

আপনিও যদি নতুন TVS Sports কিনতে চান তাহলে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। এই বাইকের এক্স শোরুম দাম 90 হাজার টাকা। তবে এর থেকেও কম দামে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে 20 শতাংশ ডাউন পেমেন্ট করে এই বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন। আর বাকি টাকা আপনাকে লোন নিতে হবে। যার ফলে প্রতি মাসে কিস্তির মাধ্যমে সম্পূর্ণ টাকা শোধ করতে হবে। তবে TVS Sports আপনারা সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন। Olx-এ এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল উপলব্ধ রয়েছে।